Web bengali.cri.cn   
এমএইচ-১৭ ফ্লাইটের দুর্ঘটনা নিয়ে আন্তর্জাতিক ফৌজদারি আদালত স্থাপনে তাড়াহুড়া হচ্ছে:রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়
  2015-07-31 16:31:27  cri
জুলাই ৩১: রুশ পররাষ্ট্র মন্ত্রণালয় গতকাল বৃহস্পতিবার বলেছে, মালয়েশিয়া এয়ারলাইন্সের এমএইচ-১৭ ফ্লাইটের দুর্ঘটনায় আন্তর্জাতিক ফৌজদারি আদালত স্থাপনের খসড়া প্রস্তাবের পেছনে কোনো রাজনৈতিক উদ্দেশ্য আছে।

এদিন পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, এ প্রস্তাব গঠনমূলক নয়। রাশিয়া জাতিসংঘ নিরাপত্তা পরিষদের মধ্যে বিভেদ এড়াতে চায়। তবে ফ্লাইটের দুর্ঘটনার তদন্ত কাজকে সঠিক পথে ফিরিয়ে আনার জন্য রাশিয়া বাধ্য হয়ে এ প্রস্তাবের বিপক্ষে ভোট দিয়েছে।

বিবৃতিতে আরো বলা হয়েছে, রাশিয়া আবারও এমএইচ-১৭ ফ্লাইটের দুর্ঘটনায় নিহতদের প্রতি গভীর শোক জানিয়েছে। রাশিয়া সবসময় এ দুর্ঘটনার স্বাধীন ও স্বচ্ছ তদন্ত করার পক্ষপাতি। এ তদন্তে অব্যাহতভাবে সাহায্য দেবে রাশিয়া।

মালয়েশিয়া এয়ারলাইন্সের এমএইচ-১৭ ফ্লাইটের দুর্ঘটনায় আন্তর্জাতিক ফৌজদারি আদালত স্থাপনের খসড়া প্রস্তাব নিয়ে বুধবার জাতিসংঘ নিরাপত্তা পরিষদে ভোট হয়েছে। রাশিয়া প্রস্তাবের বিপক্ষে ভোট দেয়ায় প্রস্তাবটি গৃহীত হয়নি।

(শুয়েই/তৌহিদ)

সংশ্লিষ্ট প্রতিবেদন
মন্তব্য
Play
Stop
ওয়েবরেডিও
বিশেষ আয়োজন
অনলাইন জরিপ
লিঙ্ক
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040