Web bengali.cri.cn   
চলতি অর্থবছরের প্রথম মুদ্রানীতি ঘোষণা বাংলাদেশ ব্যাংকের
  2015-07-30 19:24:45  cri
চলতি অর্থবছরের প্রথম মুদ্রানীতি ঘোষণা করেছে বাংলাদেশ ব্যাংক। গভর্নর ড. আতিউর রহমান বৃহস্পতিবার এ মুদ্রানীতি ঘোষণা করেন।

আগামী ছয় মাসের জন্য ঘোষিত এ মুদ্রানীতিতে জিডিপি প্রবৃদ্ধি ৭ শতাংশ ও মূল্যস্ফীতি ৬ দশমিক ২ শতাংশ ধার্য করা হয়েছে। এবারে মুদ্রানীতিকে অনেক বেশি বিনিয়োগবান্ধব ও নমনীয় বলে উল্লেখ করেন কেন্দ্রীয় ব্যাংক গভর্নর। মুদ্রানীতিতে বেসরকারি খাতে ১৫ শতাংশ ও সরকারি খাতে ২৩ দশমিক ৭ শতাংশ ঋণ-প্রবৃদ্ধি প্রাক্কলন করা হয়েছে। বিনিয়োগ ও রপ্তানি উৎসাহিত করতে ৫০ কোটি ডলারের দুটি আলাদা তহবিলের ঘোষণাও এসেছে নতুন মুদ্রানীতিতে।

মাহমুদ হাশিম, ঢাকা থেকে।

সংশ্লিষ্ট প্রতিবেদন
মন্তব্য
Play
Stop
ওয়েবরেডিও
বিশেষ আয়োজন
অনলাইন জরিপ
লিঙ্ক
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040