Web bengali.cri.cn   
ঘূর্ণিঝড় কোমেনে ভোলার চরে শতাধিক ঘরবাড়ি বিধ্বস্ত, নিহত ২
  2015-07-30 19:20:38  cri
বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় কোমেনের প্রভাবে ভোলায় শতাধিক ঘরবাড়ি বিধ্বস্ত হয়েছে। ভোলা ও কক্সবাজারে ঝড়ে গাছ চাপা পড়ে মারা গেছে ২ জন। জলোচ্ছ্বাসে প্লাবিত হয়েছে উপকূলীয় এলাকার নিম্নাঞ্চল।

ঘূর্ণিঝড়টি দুর্বল হয়ে বৃহস্পতিবার রাতে বরিশাল ও নোয়াখালী উপকূল অতিক্রম করার কথা। ঘূর্ণিঝড়ের প্রভাবে উপকূলীয় এলাকায় ৩ থেকে ৫ ফুট ঊঁচু জলোচ্ছ্বাসের আশঙ্কা করা হচ্ছে। উপকূলীয় অঞ্চলের বাসিন্দাদের পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত নিরাপদ আশ্রয়ে থাকতে বলা হয়েছে। সব ধরনের নৌকা, ট্রলার ও সমুদ্রগামী জাহাজকে নিরাপদ আশ্রয়ে থাকতে বলা হয়েছে। কক্সবাজার বিমানবন্দরে সব ফ্লাইট বাতিল করা হয়েছে। বন্ধ ঘোষণা করা হয়েছে কক্সবাজারের সব শিক্ষা প্রতিষ্ঠান। ঘূর্ণিঝড় মোকাবেলায় সংশ্লিষ্ট এলাকাগুলোতে আশ্রয় কেন্দ্র ও কন্ট্রোল রুম খোলা হয়েছে। কক্সবাজার ও ভোলায় ঘূর্ণি ও বন্যা দুর্গত মানুষদের মধ্যে ত্রাণসামগ্রী বিতরণ করেছে জেলা প্রশাসন।

মাহমুদ হাশিম, ঢাকা থেকে।

সংশ্লিষ্ট প্রতিবেদন
মন্তব্য
Play
Stop
ওয়েবরেডিও
বিশেষ আয়োজন
অনলাইন জরিপ
লিঙ্ক
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040