Web bengali.cri.cn   
সিরিয়ার রাজনৈতিক সমঝোতা বাস্তবায়নে বহুপক্ষীয় কর্ম দল প্রতিষ্ঠার প্রস্তাব দিলেন জাতিসংঘের বিশেষ দূত
  2015-07-30 18:29:01  cri
জুলাই ৩০: সিরিয়ার রাজনৈতিক সমঝোতা বাস্তবায়নে বহুপক্ষীয় কর্ম দল প্রতিষ্ঠার প্রস্তাব দিয়েছেন জাতিসংঘ মহাসচিবের সিরিয়া বিষয়ক বিশেষ দূত স্টেফান ডি মিস্টুরা।

স্থানীয় সময় গতকাল (বুধবার) সিরিয়া সংঘর্ষের বিভিন্ন পক্ষকে জাতিসংঘের নেতৃত্বাধীন কর্ম দলের মাধ্যমে রাজনৈতিক সমঝোতার প্রক্রিয়া নিয়ে আলোচনায় বসার আমন্ত্রণ জানান তিনি।

এদিন নিরাপত্তা পরিষদের সিরিয়া পরিস্থিতি সম্পর্কে আয়োজিত প্রকাশ্য সম্মেলনে তিনি বলেন, নিরাপত্তা, রাজনৈতিক সংলাপ, সামরিক নিরাপত্তা ও জনসাধারণ সংস্থা নিয়ে ৪টি খাতের সমস্যা সমাধানের ওপর নজর রাখবে কর্ম দল। যাতে জেনিভা ইশতাহার বাস্তবায়ন নিয়ে বিভিন্ন পক্ষের মধ্যে একটি কাঠামোগত চুক্তি স্বাক্ষর করা যায়। বহুপক্ষীয় কর্ম দল সিরীয় জনগণের নেতৃত্বাধীন রোডম্যাপ তৈরি করবে বলে আশা প্রকাশ করেন তিনি।

জাতিসংঘ মহাসচিব বান কি-মুন এদিন বলেন, ২০১১ সাল থেকে সিরিয়ার সংঘর্ষ ঘটার পর দেশটিতে এ পর্যন্ত কমপক্ষে আড়াই লাখ লোক প্রাণ হারিয়েছে। (সুবর্ণা/টুটুল)

সংশ্লিষ্ট প্রতিবেদন
মন্তব্য
Play
Stop
ওয়েবরেডিও
বিশেষ আয়োজন
অনলাইন জরিপ
লিঙ্ক
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040