Web bengali.cri.cn   
ভারত মহাসাগরে রিইউনিয়ন দ্বীপে এমএইচ-৩৭০ ধ্বংসাবশেষ পাওয়ার খবর
  2015-07-30 18:19:52  cri
জুলাই ৩০: কয়েকটি আন্তর্জাতিক সংবাদ মাধ্যমের খবরে প্রকাশ, ভারত মহাসাগরে ফরাসি দ্বীপ 'রিইউনিয়নে' একটি বিমানের ধ্বংসাবশেষ পাওয়া গেছে। সেটি নিখোঁজ মালয়েশিয়ান এমএইচ-৩৭০ বিমানের অংশ কিনা, তা পরীক্ষার কাজ চলছে। এক মার্কিন তদন্তকারী কর্মকর্তা প্রাথমিক পরীক্ষা করার পর বলেছেন, এ অংশ সম্ভবত মালয়েশিয়ান সেই বিমানেরই একটি অংশ। কিন্তু ফ্রান্স এয়ার সরবরাহ পুলিশ বিভাগের কর্মকর্তারা মনে করেন তা নির্দিষ্ট করে বলা এখনো সম্ভব হচ্ছে না। বিষয়টি নিয়ে আরো তদন্ত করা দরকার।

এ বিমানের অংশটি প্রায় ২ মিটার লম্বা, দেখতে বিমানের পাখার একটি অংশের মতো।

নিউইয়র্ক টাইমসের খবরে প্রকাশ, মার্কিন তদন্তকারী মনে করেন এ অংশটি বোয়িং৭৭৭-এর একটি অংশ। এখন পর্যন্ত ঘোষিত নিখোঁজ বিমানের মধ্যে শুধু মালয়েশিয়ান বিমানটি এ আকারে পড়ে, তাই তা সেই বিমানটির একটি অংশ হওয়ার সম্ভাবনা রয়েছে বলে খবরে বলা হয়। (স্বর্ণা/টুটুল)

সংশ্লিষ্ট প্রতিবেদন
মন্তব্য
Play
Stop
ওয়েবরেডিও
বিশেষ আয়োজন
অনলাইন জরিপ
লিঙ্ক
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040