Web bengali.cri.cn   
মুম্বাইয়ে বোমা হামলার দায়ে ইয়াকুব মেমনের ফাঁসি কার্যকর
  2015-07-30 17:55:39  cri

জুলাই ৩০: ভারতের মুম্বাইয়ে ১৯৯৩ সালে ধারাবাহিক বোমা হামলার দায়ে অভিযুক্ত ইয়াকুব মেমনের ফাঁসি কার্যকর করা হয়েছে।

আজ (বৃহস্পতিবার) সকাল ৭ টায় নাগপুর কেন্দ্রীয় কারাগারে কঠোর নিরাপত্তার মধ্যে ফাঁসি হয় ইয়াকুব মেমনের। ৭ টা ১০ মিনিটের মধ্যে ফাঁসির প্রক্রিয়া শেষ হয়। পরে চিকিৎসকরা মেমনের মৃত্যু নিশ্চিত হওয়ার ঘোষণা দেন। ময়না তদন্ত শেষ হওয়ার পরে ইয়াকুব মেমনের মরদেহ তার পরিবারের হাতে তুলে দেয়া হবে।

ফাঁসি কার্যকরকে কেন্দ্র করে আদালতের ৫০০ মিটার এলাকায় ১৪৪ ধারা জারি করা হয়। মুম্বাইয়ের আইনশৃঙ্খলা বজায় রাখতে সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে প্রায় ৪৫০ জনকে গ্রেফতার করা হয়েছে। মুম্বাইয়ের বিভিন্ন সড়ক গুরুত্বপূর্ণস্থানে মোতায়েন করা হয়েছে কয়েক হাজার পুলিশ।

(তৌহিদ)

সংশ্লিষ্ট প্রতিবেদন
মন্তব্য
Play
Stop
ওয়েবরেডিও
বিশেষ আয়োজন
অনলাইন জরিপ
লিঙ্ক
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040