Web bengali.cri.cn   
সন্ত্রাসী হামলায় নিহত চীনা কর্মীর প্রতি সোমালিয়ার নেতৃবৃন্দের শোক প্রকাশ
  2015-07-30 17:54:16  cri
জুলাই ৩০: সন্ত্রাসী হামলায় নিহত চীনা কর্মীর প্রতি শোক প্রকাশ করেছেন সোমালিয়ার নেতৃবৃন্দ ।

সোমালিয়ার ফেডারেল পার্লামেন্টের সদস্য মোহাম্মদ ওমর দালহাসহ দেশটির নেতৃবৃন্দ গতকাল (বুধবার) চীনা সংবাদদাতাদের কাছে দেওয়া এক সাক্ষাতকারে এ শোক প্রকাশ করেন। এই দুর্ঘটনা দু'দেশের সম্পর্কে নেতিবাচক কোনো প্রভাব ফেলবে না বলে বিশ্বাস করেন তারা।

সাক্ষাতকারে দালহা কয়েক দিন আগে দেশটির জাজিরা প্যালেস হোটেলে সন্ত্রাসী হামলায় চীনসহ অন্যান্য দেশের দূতাবাসের ক্ষয়ক্ষতির জন্য দুঃখ প্রকাশ করেন। এমন ধরনের সন্ত্রাসী হামলা ভবিষ্যতে আর ঘটবে না বলে তিনি আশা প্রকাশ করেন। তা ছাড়া, সন্ত্রাস দমনের জন্য আন্তর্জাতিক সম্প্রদায়ের সঙ্গে সহযোগিতা চালানোর ইচ্ছা প্রকাশ করেন তিনি।

মোহাম্মদ আহমেদ আয়িল ছিলেন চীনে নিযুক্ত সোমালিয়ার সাবেক রাষ্ট্রদূত। জাজিরা হোটেলের সন্ত্রাসী হামলায় চীনা দূতাবাসের কর্মীর নিহতের খবরে তিনি বিষণ্ণ হয়ে পড়েন।

তিনি বলেন, সোমালিয়া বরাবরই চীনের সঙ্গে সম্পর্কোন্নয়নের ওপর গুরুত্বারোপ করে আসছে। আন্তর্জাতিক সম্প্রদায় বিশেষ করে চীনের সহযোগিতায় অবশ্যই আল-শাবাব সন্ত্রাসী সংগঠনকে দমন করা যাবে বলে তিনি বিশ্বাস করেন।

উল্লেখ্য, গত রোববার সোমালিয়ার রাজধানী মোগাদিসুর জাজিরা প্যালেস হোটেলে আত্মঘাতী গাড়ি বোমা হামলা চালায় সন্ত্রাসীরা। এতে বেশ কিছু দেশের মানুষ হতাহত হয়। ওই হোটেলে চীনা দূতাবাস অবস্থিত। হামলায় দূতাবাসের এক চীনা নিরাপত্তা কর্মী প্রাণ হারান এবং আরো তিন জন আহত হন। (লিলি/টুটুল)

সংশ্লিষ্ট প্রতিবেদন
মন্তব্য
Play
Stop
ওয়েবরেডিও
বিশেষ আয়োজন
অনলাইন জরিপ
লিঙ্ক
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040