Web bengali.cri.cn   
অচলাবস্থা সমাধানের সুযোগ সৃষ্টি হয়েছে: দ্য হিন্দু
  2015-07-30 17:50:55  cri

জুলাই ৩০: ভারতের প্রভাবশালী পত্রিকা দ্য হিন্দুর এক সম্পাদকীয়তে বলা হয়েছে যে, বাংলাদেশে ক্রমবর্ধমান রাজনৈতিক অচলাবস্থা নিরসনের সুযোগ তৈরি হয়েছে। বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) তত্ত্বাবধায়ক সরকারের দাবি পরিহারের সিদ্ধান্ত নেওয়ায় পথ তৈরি হয়েছে বলে জানিয়েছে পত্রিকাটি।

খবরে বলা হয়েছে, বিএনপি নেত্রী খালেদা জিয়া ইঙ্গিত দিয়েছেন, তিনি সমঝোতায় প্রস্তুত আছেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারের উচিত এ সুযোগ কাজে লাগিয়ে কোণঠাসা অবস্থার ইতি ঘটানো ও নির্বাচনকে সামনে রেখে আরও বন্ধুত্বপূর্ণ উদ্যোগ গ্রহণ করা।

'পজিটিভ টার্ন ইন বাংলাদেশ' বা বাংলাদেশে ইতিবাচক দিক পরিবর্তনশীর্ষক ওই সম্পাদকীয়তে আরও বলা হয়, তত্ত্বাবধায়ক সরকারের অধীনে জাতীয় সংসদ নির্বাচনের দাবি বিএনপির দীর্ঘদিনের। কিন্তু তারা এ সরকার গঠনের দাবি প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছে।

(তৌহিদ)

মন্তব্য
Play
Stop
ওয়েবরেডিও
বিশেষ আয়োজন
অনলাইন জরিপ
লিঙ্ক
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040