Web bengali.cri.cn   
বিওন্ড বিউটি-তাইওয়ান ফ্রোম আবাভ
  2015-07-30 16:53:26  cri



সুপ্রিয় শ্রোতাবন্ধুরা,

আপনারা শুনছেন চীন আন্তর্জাতিক বেতারের বাংলা অনুষ্ঠান। সবাইকে একরাশ প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের 'সুরের ধারায়' অনুষ্ঠান। আর এ আয়োজনে আপনাদের সাথে আছি আমি লিলি লাবণ্য।

প্রিয় শ্রোতা, কেমন আছেন আপনারা? আশা করি ভালো। আজকের অনুষ্ঠানে আমি 'Beyond Beauty-Taiwan from Above ('বিওন্ড বিউটি-তাইওয়ান ফ্রোম আবাভ') নামে চীনের একটি তথ্যচিত্রের বেশ কয়েকটি গান শোনাবো আপনাদের। আশা করছি সবাই গানগুলো পছন্দ করবেন।

এ চলচ্চিত্রের শুটিং করার জন্য মোট ৯ কোটি তাইওয়ান ডলার ব্যয় করা হয়। বলা যায়, এটি হলো তাইওয়ানের ডকুমেন্টারীর ইতিহাসে সর্বোচ্চ ব্যয়সম্পন্ন একটি প্রামাণ্যচিত্র।

এ তথ্যচিত্রের পরিচালক ছি বো লিন ৩ বছরের মধ্যে হেলিকপ্টারের মাধ্যমে মোট ৪০০ ঘন্টাব্যাপী শুটিং করেছেন। গোটা তথ্যচিত্রে মনোরম দৃশ্য ধারনের মাধ্যমে এক সুন্দর তাইওয়ানকে পর্দায় প্রদর্শন করা হয়েছে।

আজকের সুরের ধারায় অনুষ্ঠানে আমরা একসঙ্গে এ তথ্যচিত্রের বেশ কয়েকটি গান শুনবো।

প্রিয় শ্রোতা, আপনারা এখন যে গানটি শুনছেন তার নাম 'সময় পার হয়ে যায়'। সময় চলে তার নিজ গতিতে। সময় হলো এই বিশ্বে সবচেয়ে অদ্ভূত ব্যাপার। যা কেবল সামনে যেতে পারে। তাকে পেছনে ফিরিয়ে আনা যায় না। তাই সময়কে জীবনের মূল্যাবান অংশে পরিণত করুন সবাই।

প্রিয় শ্রোতা, এখন আমি যে গানটি বাজাচ্ছি তার শিরোনাম 'সর্বপ্রথমে'।

সুপ্রিয় বন্ধুরা, এখন আমি 'বাড়ি' নামে এ তথ্যচিত্রের আরেকটি গান বাজাচ্ছি। বিশ্বাস করি, চলচ্চিত্র পরিচালকের ক্যামেরায় এতো চমত্কার তাইওয়ানের দৃশ্য দেখে গোটা তাইওয়ানবাসী অবশ্যই তাদের অভিন্ন বাড়ি, অর্থাত তাইওয়ানকে আরো ভালোবাসবেন।

প্রিয় শ্রোতা, এখন আমি যে গানটি বাজাচ্ছি তার নাম 'সাদা ও নীলের মধ্যে'। সাদা মেঘ ও নীল আকাশ, বিশুদ্ধ বাতাস, হাসিমাখা মুখ, কি সুন্দর দৃশ্য, তাই না? তাহলে শুনুন গানটি।

প্রিয় বন্ধুরা, আপনারা এখন যে গানটি শুনছেন তার নাম 'দেখা'।

শ্রোতা, আমি এখন যে গানটি বাজাচ্ছি তার নাম 'প্রার্থনা করি'। শান্তি ও সমৃদ্ধির জন্য pray বা প্রার্থনা করুন সকলে। আশা করি, এই বিশ্বে যুদ্ধ নেই, দারিদ্র্য নেই, নেই ক্ষুধা ও মন্দা। এসব বন্ধের জন্যই প্রার্থণা করবো আমরা সকলে।

সুপ্রিয় শ্রোতা, গান শুনতে শুনতে আমাদের সময় একদম ফুরিয়ে এলো। এবার বিদায় নেবার পালা। বিদায় নেয়ার আগে আপনাদের আরো একবার আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানাচ্ছি।

আগামী সপ্তাহে আবারো আপনাদের সাথে কথা হবে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন এবং সুন্দর থাকুন। শুভ বিদায়। চাই চিয়েন। (লিলি/মান্না)

সংশ্লিষ্ট প্রতিবেদন
মন্তব্য
Play
Stop
ওয়েবরেডিও
বিশেষ আয়োজন
অনলাইন জরিপ
লিঙ্ক
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040