Web bengali.cri.cn   
আগামী সাত বছরে চীনকে ছাড়িয়ে যাবে ভারতের লোকসংখ্যা: জাতিসংঘ
  2015-07-30 15:51:11  cri
জুলাই ৩০: আগামী সাত বছরে চীনকে ছাড়িয়ে বিশ্বের সর্বোচ্চ জনসংখ্যার দেশ হতে পারে ভারত। গতকাল (বুধবার) নিউইয়র্কে জাতিসংঘ সদর দফতরে বিশ্ব জনসংখ্যা পরিস্থিতি নিয়ে এক রিপোর্টে এ তথ্য জানিয়েছে সংস্থাটি।

রিপোর্টে আরো বলা হয়েছে, ২০৩০ সালে ভারতের জনসংখ্যা ১৫০ কোটি হতে পারে এবং এর পরের কয়েক দশকে তা অব্যাহতভাবে বেড়ে যাওয়ার আশঙ্কা রয়েছে। তবে ২০৩০ সাল থেকে চীনের জনসংখ্যার বৃদ্ধির হার কমে যাবে ।

এদিকে, গত শতাব্দীর ষাটের দশকে বিশ্বে জনসংখ্যার বৃদ্ধির হার ছিল শীর্ষে। সত্তরের দশক থেকে নারীদের সন্তান প্রসবের হার কমে যাওয়ায় জনসংখ্যার বৃদ্ধির হার কমে যায়। বর্তমান এর বার্ষিক গড় বৃদ্ধির হার ১.১৮ শতাংশ।

অন্যদিকে, এই শতাব্দীর প্রথমার্ধে ভারত, নাইজেরিয়া ও ইথিওপিয়াসহ ৯টি দেশের জনসংখ্যার প্রবৃদ্ধির হার বিশ্বে মোট প্রবৃদ্ধির ৫০ শতাংশে দাঁড়াবে। ২০৫০ সাল পর্যন্ত বিশ্বে জনসংখ্যার মোট পরিমাণ ৭.৩ বিলিয়ন থেকে বেড়ে দাঁড়াবে ৯.৭ বিলিয়নে। জাতিসংঘ অর্থনৈতিক ও সামাজিক বিভাগের জনসংখ্যা খাতের প্রধান জন উইলমথ বলেন, নতুনভাবে বেড়ে যাওয়া সেই জনসংখ্যার বড় অংশ থাকবে অনুন্নত অঞ্চলে, যা হবে দারিদ্র্য বিমোচনের কঠিন চ্যালেঞ্জ।(ওয়াং হাইমান/তৌহিদ)

সংশ্লিষ্ট প্রতিবেদন
মন্তব্য
Play
Stop
ওয়েবরেডিও
বিশেষ আয়োজন
অনলাইন জরিপ
লিঙ্ক
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040