Web bengali.cri.cn   
চীন-তুরস্কের কৌশলগত সহযোগিতার ক্ষেত্র সম্প্রসারণ করা হবে: সি চিন পিং
  2015-07-30 11:29:54  cri

জুলাই ৩০: চীনের প্রেসিডেন্ট সি চিন পিংয়ের সঙ্গে বৈঠক করেছেন সফররত তুরস্কের প্রেসিডেন্ট রেসেপ তাঈপ এরদোয়ান। গতকাল (বুধবার) পেইচিংয়ের মহাগণভবনে দু'নেতার বৈঠক অনুষ্ঠিত হয়। দু'নেতাই মনে করেন, চীন ও তুরস্কের উচিত দু'দেশের সম্পর্কোন্নয়নের দিকগুলো স্পষ্ট করা, পারস্পরিক রাজনৈতিক আস্থার ভিত্তি মজবুত করা, গুরুত্বপূর্ণ বিষয়গুলোতে পরস্পরকে সমর্থন করা, দু'দেশের উন্নয়ন-কৌশল সংযুক্ত করা এবং দু'দেশের কৌশলগত সহযোগিতার ক্ষেত্র সম্প্রসারণ করা।

প্রেসিডেন্ট সি চিন পিং বলেন, আন্তর্জাতিক পরিস্থিতি জটিল ও পরিবর্তনশীল। বিশ্ব অর্থনীতি কঠিনভাবে পুনর্বিন্যাস হচ্ছে। পশ্চিম এশিয়া ও উত্তর আফ্রিকায় সন্ত্রাস দমন কঠিন হওয়ায় দু'দেশের অভিন্ন চ্যালেঞ্জ ও দায়িত্ব দিন দিন বেড়ে যাচ্ছে। দু'পক্ষের উচিত পারস্পরিক আস্থা গভীরতর করা, দু'দেশের মৈত্রীর ভিত্তি মজবুত করা। প্রেসিডেন্ট এরদোয়ান ও তুরস্ক সরকার একাধিকবার ঘোষণা করেছে যে, যে কেউ তুরস্কে চীনের সার্বভৌমত্ব ও ভূখণ্ডের অখণ্ডতা নষ্ট করার চেষ্টা করলে ও যে কোনো ধরণের সন্ত্রাসবাদের দৃঢ় বিরোধিতা করা হবে। চীন এ ঘোষণার প্রশংসা করে। চীন তুরস্কের সঙ্গে আইন প্রয়োগ ও নিরাপত্তা সহযোগিতা জোরদার করতে চায়। চীন ও তুরস্কের কৌশলগত সহযোগিতার সম্পর্ক এগিয়ে নিতে আইন প্রণয়নকারী সংস্থা ও সরকারি বিভাগের ঘনিষ্ঠ বিনিময় এবং নীতি সম্পর্কিত যোগাযোগ ও রাজনৈতিক ক্ষেত্রের পারস্পরিক আস্থা জোরদার করতে চায় চীন।

সি চিন পিং আরো বলেন, চীন 'এক অঞ্চল, এক পথ' প্রস্তাবকে তুরস্কের উন্নয়ন কৌশলের সঙ্গে যুক্ত করতে, দু'দেশের অর্থনৈতিক ও বাণিজ্যিক সহযোগিতার মাঝারি ও দীর্ঘমেয়াদী উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়ন করতে, অর্থনীতি, বাণিজ্য, বিনিয়োগ, অবকাঠামো, পর্যটন, সংস্কৃতি ও স্থানীয় উন্নয়নসহ নানা ক্ষেত্রে সহযোগিতা জোরদার করতে ইচ্ছুক।

অন্যদিকে এরদোয়ান বলেন, তুরস্ক সরকার অবিচলভাবে দু'দেশের কৌশলগত সহযোগিতার সম্পর্ক আরো উন্নয়ন করবে। পাশাপাশি চীনের সঙ্গে যৌথভাবে অর্থনীতি ও বাণিজ্য, বিনিয়োগ, বিজ্ঞান ও প্রযুক্তি, শিল্প, অবকাঠামোসহ নানা ক্ষেত্রে সহযোগিতা গভীরতর করতে চায় তুরস্ক।

এরদোয়ান জোর দিয়ে বলেন, তুর্কি সরকার এক চীন নীতিকে সমর্থন করে, চীনের সার্বভৌমত্ব ও ভূখণ্ডের অখণ্ডতাকে দৃঢ় সমর্থন জানায়, 'পূর্ব তুর্কিস্তান ইসলামিক আন্দোলন'সহ চীন বিরোধী সন্ত্রাসবাদেরও বিরোধিতা করে। এজন্য তুরস্ক চীনের সঙ্গে সহযোগিতা করতে চায় এবং দু'দেশের সহযোগিতামূলক সম্পর্কের জন্য ক্ষতিকর যে কোনো শক্তির বিরোধিতা করে।

(ইয়ু/তৌহিদ)

সংশ্লিষ্ট প্রতিবেদন
মন্তব্য
Play
Stop
ওয়েবরেডিও
বিশেষ আয়োজন
অনলাইন জরিপ
লিঙ্ক
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040