Web bengali.cri.cn   
তালিবান দমনে ৩ কোটি ৩০ লাখ ডলার পেল পাকিস্তান; বাড়লো বৈদেশিক মুদ্রার রিজার্ভ
  2015-07-29 17:55:17  cri

জুলাই ২৯: তালিবান গোষ্ঠী দমনে মার্কিন যুক্তরাষ্ট্রের কাছ থেকে তিন কোটি ৩০ লাখ ডলার সহযোগিতা পেয়েছে পাকিস্তান। পাক-আফগান সীমান্তবর্তী এলাকায় তালিবান গোষ্ঠীর তত্পরতা দমনে পাক সেনাবাহিনীর চলমান অভিযানের জন্য এ সহায়তা দিয়েছে যুক্তরাষ্ট্র।

এদিকে, পাকিস্তানের রাষ্ট্রীয় ব্যাংকের এক মুখপাত্র জানান, এ সহায়তার কারণে দেশটির বৈদেশিক মুদ্রার রিজার্ভ এক হাজার নয়শ' কোটি মার্কিন ডলারে দাঁড়িয়েছে।

পাকিস্তান বিদেশি বাহিনীর সঙ্গে যৌথভাবে সন্ত্রাস দমন কর্মসূচিতে যোগ দেওয়ার পর থেকেই নিয়মিতভাবে অর্থ সহায়তা পেয়ে আসছে। ২০০১ সাল থেকে পাকিস্তানে যৌথ অভিযানের এ প্রকল্প শুরু হয়।

এর আগে এক খবরে বলা হয়েছিল, এশিয়ার দেশগুলোর মধ্যে ভারতের পর পাকিস্তানই আমেরিকার কাছ থেকে সবচেয়ে বেশি পরিমাণ আর্থিক সহায়তা পেয়ে থাকে।

(তৌহিদ)

মন্তব্য
Play
Stop
ওয়েবরেডিও
বিশেষ আয়োজন
অনলাইন জরিপ
লিঙ্ক
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040