Web bengali.cri.cn   
অভিবাসন ক্ষেত্রে চীন ও বাংলাদেশের মধ্যে সহযোগিতা নিয়ে আলোচনা
  2015-07-28 20:18:45  cri

গত ১৩ জুলাই থেকে ১ আগস্ট পর্যন্ত চীনের বাণিজ্য মন্ত্রণালয়ের উদ্যোগে বাংলাদেশের অভিবাসন সংক্রান্ত সরকারি কর্মকর্তাদের জন্য একটা সেমিনার আয়োজন করছে। বাংলাদেশের স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও বাণিজ্য মন্ত্রণালয়ের ২০জন সরকারি কর্মকর্তা এ সেমিনারে অংশগ্রহণ করেন। এ সেমিনারে অংশগ্রহন করতে তাদের জন্য কি কি উপকার হয়েছে এবং অভিবাসন ক্ষেত্রে দু'দেশের মধ্যে কেমন সহযোগিতা চালাচ্ছে এ প্রঙ্গ নিয়ে কয়েক জন কর্মকর্তাদের সঙ্গে কথা বলেছি।

প্রথমে কথা বলেছি বাংলাদেশ পুলিশের স্পেশাল ব্রাঞ্চের বিশেষ পুলিশ সুপার জনাব বরকতুল্লাহ খানের সঙ্গে। তিনি প্রথমে এবারের সেমিনার সংক্রান্ত কিছু তথ্য জানিয়েছেন।

তারপর কথা বলেছি অভিবাসন ও পাসপোর্ট বিভাগের উপ-পরিচালক জনাব আবু নোমান জকির হোসেইনের সঙ্গে। তিনি পাসপোর্ট ও ভিসা সংক্রান্ত নিয়ে এ সেমিনারে অংশগ্রহণের অনুভূতি শেয়ার করেছেন।

অবশেষে কথা বলেছি শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের উপ-পরিচালক জনাব মিলন শাইখের সঙ্গে। তিনি শুল্ক বিভাগের কাজ সংক্রান্ত কিছু তথ্য জানিয়েছেন।

সংশ্লিষ্ট প্রতিবেদন
মন্তব্য
Play
Stop
ওয়েবরেডিও
বিশেষ আয়োজন
অনলাইন জরিপ
লিঙ্ক
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040