Web bengali.cri.cn   
সুরের ধারায়-'ইউরোপীয় ও আমেরিকান' সঙ্গীত অনুষ্ঠান
  2015-07-31 18:56:40  cri

কেমন আছেন আপনারা? নিশ্চয় ভাল। শ্রাবণ মাসের বৃষ্টির রিনিঝিনি শব্দে আপনাদের জীবন নিশ্চয় আনন্দেই কাটছে। আমাদের চীনে এখন গ্রাষ্মকাল হলেও সাথে রয়েছে বৃস্টির খেলা। আকাশ কালোর করে বৃষ্টি আসে। আমি খুব উপভোগ করি বৃষ্টি।

বন্ধুরা, চলুন আজকের অনুষ্ঠার শুরু করা যাক। আপনারা জানেন, ২০ শতাব্দির ৪০-এর দশকে যুক্তরাষ্ট্রের হলিউডে অনেক ক্ল্যাসিকেল চলচ্চিত্র নির্মিত হয়েছে। আমার মনে হয় তখনকার নির্মিত প্রতিটি সিনেমার মান hollywood'এর সর্বোচ্চ মান। আজকের 'ইউরোপীয় ও আমেরিকান' সঙ্গীত অনুষ্ঠানে চলুন আমরা যুক্তরাষ্ট্রের ২০ শতাব্দিতে ফিরে যাই।

শ্রোতা, আজকের অনুষ্ঠানের প্রথম গানটি জনপ্রিয় চলচ্চিত্র 'Casablanca' নামক একটি গান। গানটি নেওয়া হয়েছে হলিউডের বিখ্যাত 'Casablanca' সিনেমা থেকে। আমি যখন Casablanca ছবিটি দেখেছি, সে ডায়ালগটি আমার মনে গভীর ছাপ ফেলে তা হচ্ছে "Of all the gin joints in all the towns in all the world, she walks into mine." বন্ধুরা কি মনে আছে তো আপনাদের? আচ্ছ, এখন তাহলে 'Casablanca' গানটি শুনুন।

"The Woman in Red" সিনেমাটিতেও একটি বিশ্ববিখ্যাত গান রয়েছে। তা হচ্ছে 'I just call to say, I love you'। 'আমি বলতে চাই-আমি তোমাকে ভালবাসি'। এ বাক্যটি বলার কোনো কারণ আছে কি? না, হ্যাঁ, অবশ্যই আছে। যদি কাউকে ভালবাসেন, অপেক্ষা করবে না, সে মূহুর্ত তাকে ফোন করে 'আমি তোমাকে ভালবাসি' বলবেন। তাহলে এখন শুনুন 'I just call to say I love you'। গানটি শোনার পর আপনার ভালবাসার মানুষকে ফোন করতে ভুলবেন না যেন।

Audrey Hepburn, Tiffany। আমি বিশ্বাস করি এ দু'টি নাম শুনে বন্ধুরা অবশ্যই বুঝতে পারছেন, Breakfast at Tiffany's সিনেমার সাথে আপনাদের পরিচয়ে করিয়ে দেবো। তাই না? তাহলে আমরা এখন একসঙ্গে সেই সিনেমার বিখ্যাত ও শ্রুতিমধুর 'moon river' শিরোনামের গানটি শুনবো।

বন্ধুরা, আমি বলতে চাই hollywood'এর লেখকরা খুবই বুদ্ধিমান। এতসব চমত্কার script লিখেছে তারা যে অবাক না হয়ে পারা যায় না! 'Pretty Woman' হচ্ছে ২০ শতাব্দি ৯০ দশকের আমার একটি প্রিয় মার্কিন চলচ্চিত্র। জুলিয়া বরার্টের অনবদ্য অভিনয় হৃদয়ে দোলা দেয়। অভিনেতা রিচার্ড গেরে'র কথা আর কি বলবো! এ সিনেমার 'Pretty Woman' নামের গানটিও খুবই মজার। তাহলে শুনুন এ গানটি।

"sleepless in Seattle"। আরেকটি ক্ল্যাসিকাল ছবি। এ ছবির একটি গানের প্রথম বাক্য এতো রোমান্টিক! কি আর বলবো। 'যদি আমি তোমাকে ভালবাসি, তাহলে সে ভালবাসা চিরদিনের মত থাকবে'। আহা! কি চমত্কার কথা। তাই না বন্ধুরা। এখন শুনুন 'when I fall in love' গানটি।

আমি জানি, আমার প্রতিটি বাংলাদেশী বন্ধু নাটক দেখতে পছন্দ করেন। সেজন্য আমি বিশ্বাস করি যে বন্ধুরা অবশ্যই বিশ্ববিখ্যাত নাটক 'Cats' সম্পর্কে জানেন। তাহলে আমার সঙ্গে এ নাটকের ক্ল্যাসিকেল একটি গান 'memory' শুনুন।

"Gone with the wind" ছবিটি আমার খুবই প্রিয়। এত সুন্দর একটি উপন্যাসের পর মার্কিন চলচ্চিত্র জগতের সব ডাকসেটে পরিচালকরা এই উপন্যাস অবলম্বনে একটি সুন্দর ক্ল্যাসিকাল ছবি তৈরি করেছেন। ব্রিটেনের অভিনেত্রী Vivien Leigh আমার মনে একমাত্র Scarllet। তাহলে শুনুন এ ছবির সুন্দর প্রতিবাদ্য গান 'my own true love'।

বন্ধুরা, আজকের অনুষ্ঠানের সর্বশেষ গান 'The Bridge of Madison County'-র 'nothing is gonna change my love for you'। আশা করছি বন্ধুরা পছন্দ করবে এই রোমান্টিক গানটি।

সংশ্লিষ্ট প্রতিবেদন
মন্তব্য
Play
Stop
ওয়েবরেডিও
বিশেষ আয়োজন
অনলাইন জরিপ
লিঙ্ক
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040