Web bengali.cri.cn   
কণ্ঠশিল্পী লিন ইউয়ু চিয়া
  2015-07-29 19:51:14  cri


আজকের অনুষ্ঠানে আপনাদের সাথে পরিচয় করিয়ে দেব আমার খুব প্রিয় চীনের একজন কণ্ঠশিল্পীকে। তার নাম লিন ইউয়ু চিয়া। তাকে পরিচয় করিয়ে দেয়ার আগে আমি আপনাদের তার কন্ঠে গাওয়া একটি গান শোনাব। এ গানের মাধ্যমে আপনাদের মনে তার সম্পর্কে প্রথমেই একটি ধারণা জন্মাবে। এ গানের শিরোনাম, 'মিথ্যা বলো'। প্রিয় শ্রোতা, আপনাদের হয়তো মনে আছে, দু সপ্তাহ আগে সুরের ধারায় আপানাদের সাথে পরিচয় করিয়ে দিয়েছিলাম 'হু সিয়া' নামে একজন কণ্ঠশিল্পীকে। লিন ইউয়ু চিয়া ও হু সিয়ার মাধ্যে একটি মিল আছে। তারা দুজনেই 'ওয়ান মিলিয়ন স্টার' নামে একটি টিভি সংগীত প্রতিযোগিতার চ্যাম্পিয়ন।

২০০৭ সালে লিন ইউয়ু চিয়া "ওয়ান মিলিয়ন স্টার" নামে একটি সংগীত প্রতিযোগিতায় অংশ নেন। তখন তার বয়স ছিলো মাত্র ২০ বছর। তিনি বিশ্ববিদ্যালয়ের মেধাবী ছাত্র ছিলেন। দর্শকরা প্রথমে একটি টিভি অনুষ্ঠানের মাধ্যমে লিন ইউয়ু চিয়ার পরিচয় পান। তিনি ওই প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হন এবং একজন পরিপূর্ণ গায়কে পরিণত হন।

বন্ধুরা, আপনারা এখন শুনুন লিন ইউয়ু চিয়ার প্রথম অ্যালবামের একটি গান। গানের নাম, 'a figure viewed from behind'।

আমার মনে হয় কন্ঠশিল্পী ও কবির মধ্যে মিল রয়েছে। তারা মানব জাতির অনুভুতির কথা বর্ণনা করেন। লিন ইউয়ু চিয়ার কন্ঠস্বর অত্যন্ত শ্রুতিমধুর। তার গান শোনার সময় মনে হয় যেন একজন নিজের লেখা কবিতা পাঠ করছেন। আপনারা যে গানটি শুনলেন তার নাম হল 'Saying Good-bye to Cambridge Again'

বন্ধুরা, আসলে এ গানের কথা চীনের একজন বিখ্যাত কবি স্যু চি মোর নামের একটি কবিতার কথা। স্যু চি মো বৃটেনের Cambridge বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া করতেন। তিনি চীনে ফিরে আসার সময় ওই বিশ্ববিদ্যালয়কে নিয়ে একটি কবিতা লিখেন। Cambridge বিশ্ববিদ্যালয়ের প্রাকৃতিক দৃশ্য খুব সুন্দর। তিনি তার কবিতায় সেই প্রকৃতিক রূপই বর্ণনা করেছেন।

কবিতায় স্যু চি মো বলেন 'নদীর ধারের উইলো গাছের ফাঁকে সূর্যাস্তের সময়টি ঠিক দেখতে নতুন বধূর মতো। রাতে ছোট্ট নৌকায় বসে আমি তারার আলোয় গান করি'।

বন্ধুরা, চিন্তা করুন কি মনোরম দৃশ্য! তাই না ?

প্রিয় শ্রোতা, লিন ইউয়ু চিয়ার গান শুনলে সব সময় আমাদের চোখে একটি ছবি ভেসে ওঠে।

আচ্ছা, বন্ধুরা এখন শুনবেন লিন ইউয়ু চিয়ার গাওয়া আমার সবচেয়ে প্রিয় একটি গান। তিনি বলেছেন, তার প্রথম অ্যালবমের এই গানটি তিনি সবচেয়ে বেশি পছন্দ করেন। গানটির নাম 'নিষ্ঠুর জ্যোত্স্না'

বন্ধুরা, সাধারণত কমেডির চেয়ে বিয়োগান্ত নাটক মানুষের মনে বেশি ছাপ ফেলে। এ কথা ঠিক। নাটকের মতো বেদনার সুর বা গানের কথাও আমাদের মনে গভীর ছাপ ফেলে। এমন অনেক গান রয়েছে যা শুনলে আমরা বেদনা অনুভব করি। মন খারাপ হয়ে যায়।

'নিষ্ঠুর জ্যোত্স্না' এ রকম একটি গান। গানের কথা এমন, 'তোমার কথা সব সময় আমার মনে পড়ে/আমি শ্বাস-প্রশ্বাস ফেলতে ভুলে গেছি/আমি আমাদের স্মৃতি ভুলে যেতে পারি না/আসলে তারা তোমার হাতে রয়েছে/আবার খুশি হওয়ার জন্য আমার সব প্রচেষ্টা জ্যোত্স্নায় ব্যর্থ হয়ে যায়।'

শ্রোতাবন্ধুরা, এখন আমরা উপভোগ করবো লিন ইউয়ু চিয়ার গাওয়া মজার একটি গান। প্রথমে শুনবো 'যা দেখি তা-ই খাই' নামের একটি গান। এটাও তার দ্বিতীয় ব্যক্তিগত অ্যালবামের প্রধান গান। Boogie-Woogie রীতিতে এ গান শুনে আপনি হয়ত নৃত্য করতে চাইবেন। আচ্ছা, শুনুন তাহলে গানটি।

এখন যে গানটি আমরা শুনবো তার নাম 'think of worldly pleasures'। এ গানে ভিন গ্রহের মানুষের দৃষ্টিতে পৃথিবীকে দেখা হয়েছে। এই মানুষগুলো উন্নত একটি গ্রহ থেকে পৃথিবীতে আসেন। তাদের গ্রহের তুলনায় পৃথিবী অনেক অনগ্রসর। তবে জানি না কেন যেন তারা পৃথিবীকে ভালবেসে ফেলেন এবং আর নিজ গ্রহে ফিরে যেতে চান না।

প্রিয় বন্ধুরা, আজকের অনুষ্ঠানের শেষ গান হিসেবে আপনাদের শোনাতে চাই 'স্মৃতিচিহ্ন' নামে একটি গান। এ গানে এমন একটি অনুভব বর্ণনা করা হয়েছে যা সম্পূর্ন্ন রোমান্টিক। প্রেমিক-প্রেমিকার সম্পর্ক শেষ হয়ে গেছে। তবে অতীতে তারা দু'জন একসাথে যে সব জিনিস কিনছিলো বা ব্যবহার করেছিলো তা যেন তাদের কাছে স্মৃতিচিহ্নতে পরিণত হয়। যখন এ জিনিসগুলো তারা দেখে তখন আগের কথা মনে পড়ে তারা স্মৃতিকাতর হয়ে পড়ে। শুনুন তাহলে রোমান্টিক এ গানটি।

সংশ্লিষ্ট প্রতিবেদন
মন্তব্য
Play
Stop
ওয়েবরেডিও
বিশেষ আয়োজন
অনলাইন জরিপ
লিঙ্ক
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040