Web bengali.cri.cn   
থাই-চীন রেলওয়ে প্রকল্পের কাজ অক্টোবরে শুরু হবে: থাইল্যান্ডের প্রধানমন্ত্রী
  2015-07-25 18:03:24  cri

জুলাই ২৫: থাইল্যান্ডের প্রধানমন্ত্রী প্রায়ুট চান-ও-চা গতকাল (শুক্রবার) বলেছেন, থাই-চীন রেলওয়ে প্রকল্পের কাজ অক্টোবরেই শুরু হবে। খবর ব্যাংকক পোস্টের।

প্রধানমন্ত্রী প্রকল্পটিকে 'ঐতিহাসিক' আখ্যায়িত করে আরও বলেন, তিনি ইতোমধ্যেই প্রকল্পের কাজ নির্ধারিত সময়ের মধ্যে শুরু করতে দেশের পরিবহণমন্ত্রীকে নির্দেশ দিয়েছেন।

যৌথ উদ্যোগে নির্মিতব্য প্রস্তাবিত ৮৬৭ কিলোমিটারের দুই ট্র্যাকবিশিষ্ট এ রেলপথটি থাইল্যান্ডের নং খাই, ব্যাংকক ও রেয়ং প্রদেশকে সংযুক্ত করবে। চীনের দক্ষিণাঞ্চল, লাওস ও থাইল্যান্ডকে সংযুক্তকারী রেলপথের শেষ অংশও হবে এটি। রেলপথটিতে ১৬০ থেকে ১৮০ কিলোমিটার বেগে ট্রেন চলাচল করবে।

উল্লেখ্য, গত ৩০ জুন থেকে ১ জুলাই চীন-থাইল্যান্ড রেলপথ সহযোগিতাবিষয়ক যৌথ কমিটির পঞ্চম বৈঠক ব্যাংককে অনুষ্ঠিত হয়। পরবর্তী বৈঠক অনুষ্ঠিত হবে ৬ থেকে ৮ আগস্ট চীনের সি আন শহরে। (জিনিয়া ওয়াং/আলিম)

সংশ্লিষ্ট প্রতিবেদন
মন্তব্য
Play
Stop
ওয়েবরেডিও
বিশেষ আয়োজন
অনলাইন জরিপ
লিঙ্ক
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040