Web bengali.cri.cn   
'২০১৫ হংকং বইমেলা'
  2015-07-28 18:46:38  cri

গত ১৫ জুলাই শুরু হয়েছে '২০১৫ হংকং বইমেলা'। টানা ৭ দিন Hong Kong Convention and Exhibition Centre-এ অনুষ্ঠিত হয়।

এবারের বইমেলা হলো হংকংয়ের ইতিহাসে বৃহত্তম আন্তর্জাতিক বইমেলা। এতে বিশ্বের মোট ৫০টি দেশ ও অঞ্চলের ৫'শ ৮০রও বেশি পুস্তক-ব্যবসায়ী অংশ নিয়েছে। পর্যটকদের জন্য বিশেষ টিকিট কাউন্টার স্থাপন করা হয়েছে। হংকংয়ের বাণিজ্য ও উন্নয়ন ব্যুরোর প্রেসিডেন্ট চৌ ছি লিয়াং বলেছেন, হংকংয়ের নাগরিক ছাড়া চীনের অন্য অঞ্চলের এবং বিদেশি পর্যটকরাও বইমেলায় আগ্রহী হয়েছেন।

"যেমন তাইওয়ান, ম্যাকাও, পেইচিং ও বিদেশি পর্যটক, বিশেষ করে দক্ষিণ-পূর্ব এশিয়া এমনকি যুক্তরাষ্ট্র ও ব্রিটেনের বন্ধুরাও বইমেলায় অংশ নেন। '২০১৫ হংকং বইমেলা' আসলে একটি আন্তর্জাতিক উত্সবে পরিণত হয়েছে।

কনভেনশন সেন্টারের পুরো এলাকা বইমেলার জন্য ব্যবহৃত হয়। এমনকি সম্মেলন রুমে লেখকদের বক্তৃতার আয়োজনও করা হয়। প্রতিদিন বইমেলা শুরুর আগে প্রদর্শনী কেন্দ্রের সামনে লাইন দিয়ে লোকজন দাঁড়িয়ে ছিল। তাদের মধ্যে কেউ কেউ হুইলচেয়ারে বসে, কেউ কেউ ব্যাগ হাতে দাঁড়িয়ে ছিল।

 

পর্যটকদের কথা,

"আমি স্বাস্থ্য বিষয়ক বই কিনতে চাই, তাছাড়া শিশুদের বইয়েও আমিও আগ্রহী।"

"শুনেছি এটি হংকংয়ের বৃহত্তম বইমেলা, সেজন্য আমি এসেছি। এখানে আমি উপন্যাস কিনতে চাই, কারণ ডিসকাউন্ট আছে, আমি খুশি।"

"এত বেশি মানুষ বই মেলায় এসেছে। মনে করি হংকং পাঠকদের জন্য একটি ভাল পড়াশুনার পরিবেশ দিয়েছে।"

ভৌগোলিক সুবিধার কারণে হংকংয়ে অনেক বই তাইওয়ান থেকে প্রকাশ করা হয়েছে। এ সাংস্কৃতিক প্রাধান্য রাখার প্রেক্ষাপটে হংকং প্রকাশনা মহল প্রচেষ্টা চালিয়ে পাঠকদের জন্য আরো চমত্কার বই প্রস্তুত করেছে।

একজন হংকং পুস্তক-ব্যবসায়ী বলেছেন,

"আমরা দেখেছি যে, বইমেলায় হংকংয়ের প্রকাশনা আসলে অনেক জনপ্রিয়।"

তিনি আরো বলেন, চলতি বছর বইমেলার প্রতিটি স্টলের ভাড়া আগের চেয়ে আরো বেশি। কিন্তু পাঠকদের জন্য ভালো বই দেওয়ার জন্য বইমেলার সব বইয়ে ডিসকাউন্ট আছে। ডিসকাউন্ট ছাড়া বই কিনলে উপহার বা সংবাদপত্র দেয়া হচ্ছে। সেজন্য ভাড়া বেশি হলেও পুস্তক-ব্যবসায়ীদের আশা করছেন যে, বেশি বই বিক্রি হবে।

একজন পুস্তক-ব্যবসায়ী বলেন,

"আমি আশা করি এ বছর আরো বেশি বই বিক্রি হবে। আগের তুলনায়, চলতি বছর বই বিক্রির মূল্য গত বছরের চেয়ে ১০ শতাংশ বাড়বে।"

এর আগে সব হংকং বইমেলা সফল হয়েছিল। ভাল বই ছাড়া, বিখ্যাত ব্যক্তিদের লেকচারও একটি গুরুত্বপূর্ণ কারণ। চলতি বছরে প্রায় ২০ জন তাইওয়ান প্রণালীর দু'পারের সাংস্কৃতিক মহলের সেরা পণ্ডিত এসে লেকচার দিয়েছেন। যেমন লং ইং থাই, হৌ সিয়াও সিয়েন, লিন সি, ছি জি চিয়েন ও চিউ ইয়ে হুই ইত্যাদি। তাছাড়া Autograph Session ও সাংস্কৃতিক প্রদর্শনীসহ ৬'শ ১০টিরও বেশি কর্মসূচির আয়োজন করা হয়।

বিখ্যাত লেখক চৌ কুও ফিংও এবার হংকং বইমেলায় অংশ নিয়েছেন। তার বই গত প্রায় ২০ বছর ধরে সারা চীনে বেশ জনপ্রিয় হয়েছে। হংকংয়ে তার ভক্তের সংখ্যা অনেক বেশি। এ বইমেলায় তিনি খুবই মুগ্ধ হয়েছেন, তিনি বলেছেন,

"এর আগেও আমি হংকংয়ে এসেছি, তা অনেক বছরের আগের কথা। কিন্তু অনেক বছর হলেও, এখন, এখানে, এতো বেশি ভক্ত এসে আমার লেকচার শুনছে যে, আমি মুগ্ধ হয়ে যাই। ধন্যবাদ।"

দেশের অভ্যন্তরের সাংস্কৃতিক মহলের ব্যক্তিরা ও সাংস্কৃতিক সংস্থাগুলোও এবার হংকংয়ের বইমেলায় বেশ সফলতা অর্জন করেছে। হংকংয়ে লোকেরা চীনা ভাষার আগের জটিল লিপি ব্যবহার করছে, কিন্তু বই মেলায় অনেক স্টলে simplified Chinese character-বই দেখতে পাওয়া যায়। তাছাড়া সিনচিয়াং স্বায়ত্তশাসিত এলাকারও বইও মেলায় দেখা যাচ্ছে। যা অনেক আকর্ষণীয় একটি বিষয়। হংকংয়ের নাগরিকরা এটা খুবই পছন্দ করছে।

সংশ্লিষ্ট প্রতিবেদন
মন্তব্য
Play
Stop
ওয়েবরেডিও
বিশেষ আয়োজন
অনলাইন জরিপ
লিঙ্ক
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040