Web bengali.cri.cn   
চীন তাজিকিস্তানের সঙ্গে নানা সহযোগিতা জোরদার করতে ইচ্ছুক
  2015-07-24 20:34:20  cri
জুলাই ২৪ : চীনের রাষ্ট্রীয় কউন্সিলার ইয়াং চিয়ে ছি আজ (শুক্রবার) পেইচিংয়ে চুংনানহাইতে তাজিকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী সিরোডজিদিন এম. আসলোভের সঙ্গে সাক্ষাত করেন।

এ সময় ইয়াং চিয়ে ছি বলেন, চীন ও তাজিকিস্তান ভালো প্রতিবেশী। চীন দু'দেশের সম্পর্কের উন্নয়নের ওপর অত্যন্ত গুরুত্ব দেয়। চীন তাজিকিস্তানের সঙ্গে অর্থনীতি, নিরাপত্তা, সড়ক যোগাযোগ, জ্বালানী ও মানব সম্পদসহ বিভিন্ন ক্ষেত্রের সহযোগিতা জোরদার করতে ইচ্ছুক।

আসলোভ বলেন, তার দেশ চীনের সঙ্গে 'রেশম পথ অর্থনৈতিক অঞ্চল' প্রতিষ্ঠার সুযোগকে কাজে লাগিয়ে বিভিন্ন ক্ষেত্রের সহযোগিতা সম্প্রসারণ করতে আগ্রহী। (শুয়েই/মান্না)

সংশ্লিষ্ট প্রতিবেদন
মন্তব্য
Play
Stop
ওয়েবরেডিও
বিশেষ আয়োজন
অনলাইন জরিপ
লিঙ্ক
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040