Web bengali.cri.cn   
পেইচিংয়ের বিভিন্ন স্কুলে শীতকালীন অলিম্পিক গেমসের থিম গানের নির্বাচন অনুষ্ঠিত
  2015-07-24 19:08:34  cri

প্রিয় শ্রোতাবন্ধুরা, পেইচিং থেকে প্রচারিত চীন আন্তর্জাতিক বেতারের বাংলা অনুষ্ঠানে আপনাদের স্বাগতম। সবাইকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের 'চলতি প্রসঙ্গ' অনুষ্ঠান।

বন্ধুরা, এ অনুষ্ঠানে আপনাদের জন্য তুলে আনা হয়েছে পৃথিবীর নানা প্রান্তে ঘটে যাওয়া কিছু ঘটনা।

আর এ আয়োজনে আপনাদের সঙ্গে আছি আমি প্রকাশ এবং আমি আইরীন নিয়াজী মান্না।

প্রকাশ : তাহলে মান্না আপা আজ আমরা কি কি খবর নিয়ে আলোচনা করবো।

মান্না : ধন্যবাদ প্রকাশ। বাছাই করা একটি সংবাদ দিয়েই আজ আলোচনা শুরু করা যাক।

প্রথম খবর : পেইচিংয়ের বিভিন্ন স্কুলে শীতকালীন অলিম্পিক গেমসের থিম গানের নির্বাচন অনুষ্ঠিত

প্রকাশঃ ২০০৮ সালে চীনের পেইচিং-এ অলিম্পিক গেমস অনুষ্ঠিত হয়ে। তখন 'পেইচিং আপনাদের স্বাগতম'সহ বেশ কয়েকটি সুন্দর থিম গান খুব জনপ্রিয় হয়েছিল। এ গানে মধ্যে জনসাধারণ এ অলিম্পিক গেমসের মধ্যে প্রেম ও ভালোবাসার প্রতিফলর লক্ষ্য করা গেছে। তাই আমরা বলি এ থিম গানগুলো অলিম্পিক গেমসের একটি গুরুপূর্ণ অংশে পরিণত হয়েছে।

মান্নাঃ ২০২২ সালে চীনের পেইচিং এবং জাং জিয়া কো শহর যৌথভাবে শীতকালীন অলিম্পিক গেমসের আয়োজন করবে। এ উপলক্ষে সম্প্রতি পেইচিংয়ের বিভিন্ন স্কুলে শীতকালীন অলিম্পিক গেমসের থিম গানের নির্বাচন অনুষ্ঠানের আয়োজন করা হচ্ছে।

রি-১

প্রকাশঃ এখন যে গানটি আপনারা শুনেছেন, তা হলো পেচিং ইয়াং ফাং দিয়ান স্কুলের ছাত্র-ছাত্রীদের গাওয়া। শিশুদের চোখে শীতকাল ও শীতকালীন অলিম্পিক গেমসের প্রতি ভালোবাসা আমরা উপল্বদ্ধি করতে পারি গানটির মাধ্যমে। এ গানের কথা খুব সহজ, ছাত্র-ছাত্রীরা সহজে মুখস্ত করতে পারে।

রি-২

মান্নাঃ কথা বলেছে ১১ বছর বয়সী চাও জিয়া লিন, সে বলেছে গানটি খবু সহজ, তার কাছে খুব ভালো লেগেছে। সে ৭ বছর থেকে স্কিয়িং শুরু করেছে। গেলো চার বছর ধরে সে জাং জিয়া কো শহরের স্কিয়িং কেন্দ্রে স্কিয়িং করছে।

রি-৩

প্রকাশঃ চাও জিয়া লিন আরো বলেছে, প্রথম যখন স্কিয়িং করতে যাই আমার বয়স ছিলো মাত্র ৭ বছর। তখন আমার ভয় লাগতো অনেক। তবে অনেক বার চর্চা করার পর এখন আমার কাছে স্কিয়িং খুবই ভালো লাগে।

রি-৫

মান্নাঃ 'আমার কাছে স্কেটিং করতে খুব ভাল লাগে, খুব মজা পাই আমি'।

প্রকাশঃ শীতকালীন অলিম্পিক গেমসের থিম গানের নির্বাচন অনুষ্ঠানে ২০২২ সালে শীতকালীন অলিম্পিক গেমসের বিশেষ দূত Freestyle Skiing Moguls চ্যাম্পিয়ন লি নি না স্কুলে গিয়ে ছাত্রছাত্রীদের সঙ্গে তার নিজের স্কিয়িং কৌশল নিয়ে মতামত জানানোর পাশাপাশি শীতকালীন অলিম্পিক গেমসে অংশ নেয়ার বিষয়টি ব্যাখ্যা করেছেন।

রি-৬

মান্নাঃ তিনি বলেন, সবাই দেখতে পারে, এ ছবিতে আমি যে ভাবে Freestyle Skiing Moguls করেছি। সেটা হলো আমার দীর্ঘদীন ধরে চর্চা করার ফসল। তোমরা এর আগে এ প্রোগ্রাম দেখেছো? হান সিয়াও ফেন হলেন শীতকালীন অলিম্পিক গেমসে স্বর্ণপদক জয় প্রথম ব্যক্তি।

প্রকাশঃ মান্না আপু, আমি বিশ্বাস করি শীতকালীন অলিম্পিক গেমসকে উপলক্ষ্য করে বরফ সংশ্লিষ্ট প্রোগ্রাম চীনে ব্যাপক জনপ্রিয় হবে। সঙ্গে সঙ্গে সারা চীনের ছাত্রছাত্রীরা উতসাহ পেতে পারবে, এ উতসাহ তাদের শীতকালীন অলিম্পিক গেমসে সেচ্ছসেবক হতে সহায়তা করবে। ভবিষ্যতে আরো বেশি ছাত্রছাত্রী বরফ সংশ্লিষ্ট প্রোগ্রাম আরও উপভোগ করতে পারবে।

দ্বিতীয় খবর : বাসার দরোজায় নিরাপত্তারক্ষীর রাখা বন্দুক দেখে লোভ সামলাতে পারেননি ২১ বছর বয়সী সেলফি-আসক্ত তরুণী। তড়িঘড়ি বন্দুকটি হাতে নিয়ে নিজের স্মার্টফোনে ক্লিক করলেন একটি সেলফি। উ-হু, হলো না। বন্দুকটি আরেকটু উঁচু করে ধরে নিজের মাথা বরাবর ঠেকিয়ে আরেকটি সেলফি ক্লিক করলেন। এবার 'সুন্দর' একটি সেলফি তোলা হলো ঠিকই। কিন্তু সেই সেলফি আর পোস্ট দেওয়া হলো না! স্মার্টফোন ক্লিকের সঙ্গে সঙ্গে ওই তরুণীর মাথায় অসাবধানতাবশত বিদ্ধ হয়ে যায় বন্দুকের গুলিও।

সেলফি তুলতে গিয়ে এ ধরনের অসংখ্য দুর্ঘটনার শিকার হয়ে প্রাণ হারাচ্ছেন অনেক স্মার্টফোন ব্যবহারকারী। পঙ্গুত্ব বরণ করছেন অনেকে। এরকম অপূরণীয় ক্ষয়ক্ষতির খবরেও ঝুঁকিপূর্ণ সেলফি তোলা বন্ধ করা যাচ্ছে না।

তবে, এবার বিপজ্জনক বা ঝুঁকিপূর্ণ সেলফি তোলা বন্ধ করতে প্রচারণায় নেমেছে পশ্চিমা প্রযুক্তি-সংস্কৃতি থেকে অনেকটা বিমুখ রুশ সরকার। মস্কোর নীতি-নির্ধারকদের বরাত দিয়ে আন্তর্জাতিক সংবাদমাধ্যম এ খবর দিচ্ছে।

'লাখো লাইক আপনার স্বাস্থ্য এবং আপনার জীবনের চেয়ে কখনোই বেশি মূল্যবান নয়' শীর্ষক এ প্রচারণা নিয়ে সংবাদ সম্মেলনও করেছে রুশ স্বরাষ্ট্র মন্ত্রণালয়। একইসঙ্গে এ নিয়ে একটি সচিত্র নির্দেশনামাও প্রকাশ করেছে তারা। সংবাদ সম্মেলনে জানানো হয়, সেলফি-বিপদ সংক্রান্ত বিষয়াদি দেখভাল করবে পুলিশ।

প্রচারণায় রুশ সরকার তার জনগণ- বিশেষত তারুণ্যকে সেলফি তোলার ক্ষেত্রে সতর্ক করে বলছে, যখন আপনি একটি আগ্নেয়াস্ত্র হাতে নিয়েছেন, তখন কোনো সেলফি তোলা উচিত হবে না। এতে বন্দুক হাতে সেলফি তুলতে গিয়ে নিজের মাথায় গুলিবিদ্ধ করা ২১ বছর বয়সী তরুণীর মতো অকালে প্রাণ হারাতে হতে পারে, যা আপনার স্বজনদের দুঃখের সাগরে ভাসাতে পারে।

নির্দেশনামায় রেলের পাত, ট্রেনের ছাদ, বাসা বা ভবনের ছাদ, পাহাড়ের বিপজ্জনক স্থানে সেলফি তোলাকে অনুতসাহিত করছে রুশ সরকার। অনুতসাহিত করছে পশুর সঙ্গে সেলফি তোলাকেও। তারা জানাচ্ছে, সম্প্রতি সাপের সঙ্গে সেলফি তুলতে গিয়ে কাটা পড়েছেন দুই ব্যক্তি। রেলের ছাদে সেলফি তুলতে গিয়ে বিদ্যুতস্পৃষ্ট হয়েছেন দুই কিশোর। পাহাড়ের ওপরে সুন্দর একটি সেলফি তুলতে গিয়ে বড়ো দুর্ঘটনার কবলে পড়েছেন অনেকে।

রুশ সরকারের তথ্যানুসারে, চলতি বছর দেশটিতে ১০ জন মানুষ সেলফি তুলতে গিয়ে দুর্ঘটনায় পড়ে প্রাণ হারিয়েছেন। অন্তত ১০০ মানুষ গুরুতর আহত কিংবা পঙ্গুত্ব বরণ করেছেন।

অবশ্য, রুশ সরকার তার জনগণের নিরাপত্তায় এ ধরনের প্রচারণায় নামলেও বিপদের খবর কম আসছে না মার্কিন মুলুক বা দূর প্রাচ্য থেকেও। ভালুকের সঙ্গে সেলফি তুলে এক ব্যক্তি বিপদে পড়ার কারণে যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক অঙ্গরাজ্যে এ বিষয়ে সতর্ক থাকতে বলা হয়। পাশাপাশি গত বছর বাঘের সঙ্গে সেলফি তুলতেও সেখানে নিষেধাজ্ঞা জারি করা হয়। এছাড়া, দেশটির এক ফুটবলার ৠাকুনের সঙ্গে সেলফি তুলতে গিয়ে আক্রান্ত হলে ক্ষিপ্ত হয়ে সেটিকে মেরে ফেলেন বলেও খবর রয়েছে।

কিছুদিন আগে জাপানে একটি আগ্নেয়গিরির অগ্ন্যুতপাত হলে ওই মুহূর্তের সেলফি তুলতে ব্যস্ত হয়ে পড়েন কিছু আসক্ত ব্যক্তি। তারা নিজেদের স্মার্টফোন ও ট্যাব নিয়ে সেলফি তোলায় এতোই মত্ত থাকলেন যে- একসময় কিছু লাভা এসে ক'জনকে ভস্মিভূতও করে ফেলে।

প্রাযুক্তিক নিরাপত্তা বিশ্লেষকরা মনে করছেন, কেবল রুশ সরকারই নয়, জননিরাপত্তার কথা চিন্তা করে পুরো বিশ্ববাসীরই উচিত, বিপজ্জনক সেলফি বন্ধে প্রচারণায় নামা।


সংশ্লিষ্ট প্রতিবেদন
মন্তব্য
Play
Stop
ওয়েবরেডিও
বিশেষ আয়োজন
অনলাইন জরিপ
লিঙ্ক
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040