Web bengali.cri.cn   
ভারতের পার্লামেন্টে মুখোমুখি বিজেপি-কংগ্রেস, অচলাবস্থা
  2015-07-24 15:29:50  cri
জুলাই ২৪: ভারতের ক্ষমতাসীন দল বিজেপি আর প্রধান বিরোধী দল কংগ্রেস পার্লামেন্টে মুখোমুখি অবস্থান নিয়েছে। উত্তপ্ত বাক্য বিনিময় আর একে অপরের বিরোধিতায় রীতিমতো অকার্যকর হয়ে উঠেছে পার্লামেন্ট। পর পর তিন দিন মুলতবি হয়েছে পার্লামেন্টের অধিবেশন।

লোলিতা-মোদি ইস্যু নিয়ে কংগ্রেস পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজ ও রাজস্থানের মুখ্যমন্ত্রী বসুন্ধরা রাজের পদত্যাগ দাবি করছে কংগ্রেসসহ বিরোধীরা। এ ছাড়া ভাইপাম কেলেঙ্কারি নিয়ে মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহানেরও পদত্যাগ দাবি করেছে তারা।

অপরদিকে সোনিয়া গান্ধীর জামাতা রবার্ট ভদ্রের ফেসবুক পোস্ট নিয়ে কংগ্রেসের ওপর চড়াও হয়েছে বিজেপি। এ নিয়ে গতকাল বিজেপির দুই এমপি পার্লামেন্টে রবার্ট ভদ্রের বিরুদ্ধে বিশেষ সুবিধা লঙ্ঘনের নোটিশ উপস্থাপন করে। অধিবেশন শুরু হবার পর এ নিয়ে টানা তিন দিন পণ্ড হলো পার্লামেন্টের কার্যক্রম।

(তৌহিদ)

সংশ্লিষ্ট প্রতিবেদন
মন্তব্য
Play
Stop
ওয়েবরেডিও
বিশেষ আয়োজন
অনলাইন জরিপ
লিঙ্ক
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040