0724m
|
আজকের 'আমেরিকান ও ইউরোপীয়' সঙ্গীতানুষ্ঠানের শুরুতেই আপনাদের মার্কিন গায়িকা Meghan Trainor-এর 'আমি তোমাকে হারাতে যাচ্ছি' বা 'Like I'm Gonna Lose You' গানটি শোনাবো। আশা করি তা আপনাদের ভাল লাগবে। তাহলে শুনুন গানটি।–3'45
গানটি কেমন লেগেছে আপনাদের? আশা করি ভালো ।এখন শুনবেন আইসল্যান্ডের বিখ্যাত সঙ্গীতদল of monsters and men-এর গান "I Of The Storm"।–4'36
প্রিয় শ্রোতা, এবারে আপনাদের জন্য রয়েছে একটি বিখ্যাত ভিডিও'র গান। গানটির নাম One Day। গেয়েছেন মার্কিন গায়ক Matisyahu অর্থাত্ Matthew Paul Miller ।–3'27
প্রিয় শ্রোতা, বরাবরের মতো আজও আপনাদের জানাতে চাই, আমাদের এ সঙ্গীতানুষ্ঠানের প্রধান লক্ষ্য হলো বিশ্ব সঙ্গীতের সাথে আপনাদের পরিচয় করিয়ে দেওয়া। আর সেজন্যই আমাদের এ প্রচেষ্টা। এ গানগুলো আপনাদের ভালো লাগলেই আমাদের শ্রম সার্থক হবে বলে মনে করি আমরা ।
এবার আমরা বিখ্যাত গায়ক John Legend–এর একটি গান শুনবো। গানের শিরোনাম You & I —4'12
বন্ধুরা, কেমন লাগল গানটি? আশা করি নিশ্চয়ই ভাল। এবারে আমরা মার্কিন গায়িকা Skylar Grey–এর 'I Know You' নামের গানটি শুনবো, কেমন?।–4'58
বন্ধুরা, এখন আপনারা শুনবেন মার্কিন গায়িকা Katy Perry-এর গান-- Roar।–3'43
বন্ধুরা, এখন আপনারা শুনবেন ব্রিটিশ গায়িকা Lily Allen–এর Somewhere Only We Know নামের গানটি।–3'28
আচ্ছা বন্ধুরা, গান শুনতে শুনতে অনুষ্ঠানের একেবারে শেষপ্রান্তে চলে এসেছি আমরা। এবার বিদায় নেবার পালা। তবে বিদায় নেবার আগে আজকের শেষ গান হিসেবে আমি আপনাদের মার্কিন বিখ্যাত গায়িকা Mariah Carey-এর একটি গান শোনাবো। আর এ গানটির নাম হলো Fantasy।–4'04
আশা করি আজকের গানগুলো আপনাদের ভাল লেগেছে।