Web bengali.cri.cn   
জলবায়ুর পরিবর্তন মোকাবিলার লক্ষ্য বাস্তবায়নে ২.৫ ট্রিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগের সুযোগ সৃষ্টি করবে চীন
  2015-07-23 18:26:35  cri
জুলাই ২৩: চীন যে ২০৩০ সালে জলবায়ু পরিবর্তন মোকাবিলার লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে, তা অ-জীবাশ্ম জ্বালানী ক্ষেত্রের জন্য ২.৫ ট্রিলিয়ন মার্কিন ডলার পুঁজ বিনিয়োগের সুযোগ সৃষ্টি করবে। সেই সঙ্গে এটি চীনের শিল্প প্রতিষ্ঠানগুলোকে জলবায়ু পরিবর্তন মোকাবিলা কার্যক্রমে অংশ নেয়ার উত্সাহ দেবে।

গতকাল (বুধবার) জাতিসংঘের গ্লোবাল কমপ্যাক্টের আওতায় 'জলবায়ুর উপর সজাগ দৃষ্টি বিষয়ক বার্ষিক চীন সামিট ২০১৫'তে জাতিসংঘ মহাসচিবের জলবায়ু পরিবর্তন বিষয়ক মুখ্য উপদেষ্টা চাং লাই চুয়ান এ কথা বলেন।

তিনি বলেন, গত ৩০ জুন চীন সরকার জাতিসংঘের জলবায়ু পরিবর্তন কাঠামো কনভেনশনের সচিবালয়ের কাছে জলবায়ু পরিবর্তন মোকাবিলায় নিজ দেশের অবদান দলিল দাখিল করেছে। এ দলিল অনুযায়ী, ২০৩০ সালে চীনের কার্যক্রমের লক্ষ্যমাত্রা অনুযায়ী, কার্বন ডাই-অক্সাইডের নির্গমন ২০০৫ সালের তুলনায় ৬০ শতাংশ থেকে ৬৫ শতাংশ কমবে। (শুয়েই/টুটুল)

সংশ্লিষ্ট প্রতিবেদন
মন্তব্য
Play
Stop
ওয়েবরেডিও
বিশেষ আয়োজন
অনলাইন জরিপ
লিঙ্ক
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040