Web bengali.cri.cn   
হাও সি হুয়া ও তার স্কি স্কুল
  2015-07-22 15:33:32  cri


আপনারা হয়ত জানেন, চীনের পেইচিং ও ছাং চিয়া খো শহর যৌথভাবে ২০২২ সালের শীতকালীন অলিম্পিক গেমসের আয়োজক হবার আবেদন জানিয়েছে। আমরা আশা করি, চীনের এ শহর দুটি এ সুযোগ পাবে। প্রিয় শ্রোতা, এখন আমরা আপনাদের নিয়ে যাব ছাং চিয়া খো'র একটি স্কি স্কুলে। আপনারা তো জানেন, স্কি একটি শীতকালীন খেলা। তো, চলুন ঘুরে আসি।
৪০ বছর বয়সি হাও সি হুয়া চীনে ৯ বারের আলপাইন স্কিইং চ্যাম্পিয়ন। তবে তিনি শুধু একজন ক্রীড়াবিদ নন। তিনি বলেন, "আমি একজন ক্রীড়াবিদ এবং একজন স্কি অনুরাগী। ২০০৩ সাল থেকে আমি ছাং চিয়া খো শহরের ছং লি অঞ্চলে স্কিইং শুরু করি। ছং লির বনে স্কি করতে আমার অনেক ভাল লাগে। আমি ছং লি'র এ জায়গা অনেক পছন্দও করি।"
২০১২ সালে নিজের নামে ছং লিতে একটি স্কি স্কুল খোলেন হাও সি হুয়া। এটা চীনের স্কি রিসোর্ট থেকে স্বাধীনভাবে প্রতিষ্ঠিত প্রথম ব্যক্তিগত স্কি স্কুল। স্কুলের প্রতিষ্ঠাতা হিসেবে হাও সি হুয়ার
লক্ষ্য হচ্ছে চীনে স্কি খেলাকে আরও জনপ্রিয় করে তোলা। তিনি বলেন, "ছং লি'তে বছরে ১৫০ দিনই তুষার থাকে। স্কি শেখানোর জন্য এটা ভাল। তা ছাড়া, এখানে ৫টা আন্তর্জাতিক পর্যায়ের স্কি রিসোর্ট আছে। আমরা পরস্পরের সাথে যোগাযোগ রাখি এবং অভিজ্ঞতা বিনিময় করি। এতে সবাই উপকৃত হয়।"
ছং লি চীনের উন্নত অঞ্চল পেইচিং-থিয়ান চিনের কাছাকাছি অবস্থিত হওয়ায় তার স্কুলের চাহিদাও বেশি। তবে হাও সি হুয়া কখনও ভাবেননি যে তার স্কুল এত দ্রুত প্রসার লাভ করবে। তিনি বললেন, "২০১২ সালে যখন আমরা স্কুল প্রতিষ্ঠা করি তখন আমাদের কোচ ছিল ১০ জন, আর শিক্ষার্থী ২০০ জন। পরিবর্তী বছরে কোচ ২০ জন এবং শিক্ষার্থীর সংখ্যা দাঁড়ায় ১০০০ জনের বেশি। গত বছর আমদের কোচ ছিল ৩০ জন এবং শিক্ষার্থী ৩০০০। শিক্ষার্থীর সংখ্যা যে হারে বাড়ছে সে হারে কোচের যোগান দেওয়া সম্ভব হচ্ছে না। ভবিষ্যতে কোচের সংখ্যা আরও বাড়াতে হবে। আর আমাদের লক্ষ্য ৩০ হাজার শিক্ষার্থীকে প্রশিক্ষণ দেওয়া।"
 
হাও সি হুয়া স্কি স্কুলের পরিচালক অপারেশনস মা ছি জানান, পেইচিং ও ছাং চিয়া খো যৌথভাবে শীতকালীন অলিম্পিক গেমস আয়োজনের আবেদন করায় তাদের স্কি স্কুলের সামনে বড় সুযোগ সৃষ্টি হয়। তিনি বলেন, "দক্ষিণ চীন থেকে আসা শিক্ষার্থীর সংখ্যা দিন দিন বাড়ছে। এখন শাংহাই, কুয়াং চৌ ও হংকংয়ের শিক্ষার্থীর সংখ্যা আগে চেয়ে বেড়েছে। স্কুল সম্পর্কে তেমন কিছু না-জেনেই তারা এখানে স্কি শিখতে এসেছেন। আসন্ন অলিম্পিক গেমস্‌ আমাদের স্কুলকে অনেকের কাছেই পরিচিত করেছে। তারা এখন জানেন যে, চিয়া খো ছং লিতে এমন বড় একটি স্কি রিসোর্ট আছে।"
শিক্ষার্থীদের মধ্যে তরুণের সংখ্যা বেশি। মা ছি বলেন, "আজকাল স্কি খেলার প্রতি অনেক বাবা-মা আকৃষ্ট হচ্ছেন। তাদের ধারণাও পরিবর্তিত হচ্ছে। তাদের অনেকেই এখন চান তাদের সন্তানেরা স্কি খেলা শিখুক।"
  হাও সি হুয়া বললেন, ক্রীড়াবিদ লালনের পাশাপাশি তিনি তার স্কুলে আরও বেশি সংখ্যায় কোচ বা প্রশিক্ষক নিয়োগ দিতে চান। তিনি বলেন, "২০২২ অলিম্পিক গেমসের আগে আমরা যত বেশি সম্ভব পেশাদার কোচ নিয়োগ দিতে চাই। কারণ, তারা এ খেলার উন্নয়নে সরাসরি ভূমিকা রাখেন। পেইচিংয়ে শীতকালীন অলিম্পিক গেমস আয়োজন করতে হ'লে অনেক পেশাদার ব্যক্তির সেবা প্রয়োজন হবে। প্রতি বছর যে ১০০০ হাজার শিক্ষার্থী আমাদের স্কুল থেকে প্রশিক্ষণ নিয়ে বেড়িয়ে যান, তাদের অনেকে পরবর্তীকালে কোচ বা প্রশিক্ষক হিসেবে আবির্ভূত হবেন। এরাই স্বেচ্ছাসেবক বা পেশাদার ব্যক্তি হিসেবে শীতকালীন অলিম্পিক গেমসে কাজ করতে পারবেন।"
 চীনে ছংলি হাও সি হুয়া স্কি স্কুলের মত আরও স্কুল আছে। সু আও সিয়াং ছিলেন চীনা জাতীয় স্কি দলের একজন প্রতিনিধি। তিনি এখন একটি স্কি রিসোর্টে কোচ হিসেবে কাজ করেন। তিনি বলেন, "চীনে স্কি খেলার একটি বড় বাজার সৃষ্টি হয়েছে। আমাদের লক্ষ্য শিশু থেকে প্রবীণ--সবাইকে স্কি শেখানো। আমার শিক্ষার্থীদের মধ্যে ৬৮ বছর বয়সী যেমন আছেন, তেমনি আছেন মাত্র আড়াই বছর বয়সীও।"
হাউ সি হুয়াও একই মত প্রকাশ করেন। তিনি বলেন, "যতদূর জানি, চীনে রিসোর্টভিত্তিক স্কি স্কুলের সংখ্যা ৫০০টির বেশি এবং প্রতিটি স্কুলে শিক্ষকের সংখ্যা ১০০ থেকে ৫০০ জন। এ সংখ্যাও দিন দিন বাড়ছে। ভবিষ্যতে চীনে স্কি অনুরাগীর সংখ্যা আরও বাড়বে। শীতকালীন অলিম্পিক আয়োজনের সুযোগ পেলে চীনের ৩০ কোটি মানুষকে তাতে সংশ্লিষ্ট করা অসম্ভব হবে না।"
 (শিশির/আলিম)
সংশ্লিষ্ট প্রতিবেদন
মন্তব্য
Play
Stop
ওয়েবরেডিও
বিশেষ আয়োজন
অনলাইন জরিপ
লিঙ্ক
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040