0722music
|
সুপ্রিয় শ্রোতাবন্ধুরা, সবাই ভালো আছেন তো? বর্ষা মৌসুমে আপনাদের আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের 'সুরের ধারায়' অনুষ্ঠান। আমি আপনাদের বন্ধু সুবর্ণা।
গেল সপ্তাহে আমি শ্রোতাবন্ধু আশরাফুল ইসলামের চিঠি পেয়েছি। উনি বৃষ্টি বিষয়ক গান শুনতে চেয়েছেন। এখন পেইচিংয়ে প্রায় প্রতিদিন একবার বৃষ্টি হয়। বাংলাদেশেও একই অবস্থা। তাই ঠিক করেছি আজ অনুষ্ঠানে আপনাদের বৃষ্টি বিষয়ক কয়েকটি গান শোনাবো। আশা করছি আপনাদের ভালো লাগবে।
প্রিয় বন্ধুরা, অনুষ্ঠানের শুরুতেই যে গানটি শুনবেন তার নাম 'বৃষ্টির দিন'। এ গানটি গেয়েছেন চীনের তাইওয়ান প্রদেশের সংগীত দল 'নানছুয়ানমামা' এর শিল্পীরা। গানটির সুর দারুণ সুন্দর।
বৃষ্টিকে উপমা করে এ গানে বলা হয়েছে, বৃষ্টির দিনে আমি তোমাকে মিস করি, কি করবো?/তোমাকে ফোন করতে ভয় লাগে, জানি না কেন,/অনিদ্রার অনুভূতি এত পরিচিত,/নীরব পরিবেশ তোমার পরিবর্তে আমার সঙ্গে বৃষ্টি পড়ার শব্দ শোনে/কেউ আমার মতো তার প্রিয়ার অপেক্ষা করতে পারে না,/তোমাকে ভালোবেসে সবসময় একাকীত্ব অনুভব করি/একাই মাথায় ছাতা ধরি, একাই অশ্রু মুছে ফেলি/বিষন্ন লাগে, এমন বৃষ্টির রাতে তোমাকে মিস করি...।
প্রিয় শ্রোতা, পরের গানের নাম 'বৃষ্টি'। গানের গায়ক মালিয়েশিয়ার প্রবাসী চীনা শিল্পী কুয়াংলিয়াং। তিনি অনেক সুন্দর সুন্দর গানও রচনা করেছেন।
'বৃষ্টি' গানটির কথা প্রায় এমন, ঠাণ্ডা আবহাওয়ায় অশ্রুভরা চোখে শুধু দুঃখ দেখা যায়/নীরবে জানালার বাইরে বৃষ্টির শব্দ শুনি/ছাতার নিচে হয়তো তোমার ছায়া দেখা যায়/জানি না এ মৌসুমে একা কি করে কাটাবো?/বৃষ্টির শব্দ শুনে মনে হয় দুঃখের গান বাজছে/আমার অশ্রুও বৃষ্টির সাথে সাথে ঝরে পড়ে/বৃষ্টি যেন বারবার পরিচিত সুর বাজায়/দুঃখিত মন নিয়ে বৃষ্টির শব্দ শুনি/মনে হয় সত্যি কেউ যেন কাঁন্না করছে...।
পরের গানের নাম 'বৃষ্টিতে প্রজাপতি'। এ গানের গায়িকা চীনের তাইওয়ান প্রদেশের শিল্পী 'লি ই জুন'। ১৯৯৮ সালে তাইওয়ান প্রদেশের একটি অতি জনপ্রিয় টেলিসিরিজ 'হুয়ানচু কুমারী'র থিম সংগীত এ গানটি। চলুন একসাথে গানটি শুনি।
বন্ধুরা, আপনারা এখন যে গানটি শুনবেন তার নাম 'মনের বৃষ্টি'। দ্বৈতকন্ঠে গাওয়া এ গানটি অনেক জনপ্রিয়। এ গানের কথা বাংলায় অনুবাদ করলে এমন হয়, আমার ভালোবাসা জেলের মতো/আমার ভালোবাসা ভেসে যাওয়া সমুদ্রের মতো নয়/কেন বৃষ্টির দিনে সবসময় তোমাকে মিস করি?/আমার মন জুন মাসের বৃষ্টির মতো/তোমাকে মিস করি শেষবার, একবার মিস করি/কারণ কাল তুমি অন্য পুরুষের নববধূ হবে/আজ শেষবারের মতো তোমাকে মিস করি...।
বন্ধুরা, পরের গানের নাম 'শীতকালে তাইপেই শহরে বৃষ্টি দেখতে আসুন'। গানের গায়িকা চীনের তাইওয়ান প্রদেশের বিখ্যাত শিল্পী মিস মেং থিং ওয়ে। তার কন্ঠ অনেক মিষ্টি। এ গানের সুরও দারুণ চমত্কার।
এ গানে বলা হয়েছে, শীতকালে তাইপেই শহরে বৃষ্টি দেখতে আসুন/দেশের বাইরে একা কাঁন্না করবেন না/শীতকালে তাইপেই শহরে বৃষ্টি দেখতে আসুন/স্বপ্ন হল একমাত্র লাগেজ/অতীতকালের গল্প স্মরণ না করে জন্মস্থানে ফিরে আসি/যদিও আমরা পুনরায় দেখতে পারবো/তাহলের মনের দুঃখের কথা আর বলবো না/আকাশ ও বৃষ্টি আগের মতো আছে/তবে আমার ছাতায় তোমার ছায়া দেখা যায় না/তুমি ও আমি আলাদাভাবে জীবন কাটাই/জানি না কখন যে এ শীতকাল চলে আসে...।
শ্রোতাবন্ধুরা, বৃষ্টি সম্পর্কে কয়েকটি গান শুনলেন। কেমন লাগছে? এখন আপনার জানালার বাইরে কি বৃষ্টি ঝরছে?
এখন যে গানটি শুনবেন তার নাম 'নিমর্ম বৃষ্টি-নিমর্ম তুমি'। গানের গায়ক তাইওয়ান প্রদেশের বিখ্যাত শিল্পী ছি ছিন। আগের অনুষ্ঠানে আমি আপনাদের তার গান শুনিয়েছিলাম। আজকের এ গানটি তিনি তার সাবেক প্রেমিকার জন্য রচনা করেছেন। চলুন একসাথে গানটি শুনি আমরা।
সুপ্রিয় শ্রোতাবন্ধুরা, বৃষ্টির গান শুনতে শুনতে আমাদের সময় ফুরিয়ে এলো। আজকের অনুষ্ঠান শেষ করার আগে আপনাদের জন্য আরেকটি গান প্রচার করবো। গানের নাম 'বৃষ্টি ঝরে নিয়ম করে'। এটি একটি দুঃখের গান। একজন পুরুষের বৃষ্টির সময় প্রেমিকার সঙ্গে বিচ্ছেদ হওয়ার অনুভূতি বর্ণনা করা হয়েছে এ গানে।
বন্ধুরা, এ গানের মধ্য দিয়েই শেষ করছি আজকের অনুষ্ঠান। সবাই ভালো থাকুন, সুন্দর থাকুন। আগামী সপ্তাহে আবার কথা হবে। যাই চিয়ান। (সুবর্ণা/মান্না)