0523muktarkotha
|
ইয়োগারাজ সি.পি. হলেন ভারতের বিখ্যাত ইয়োগা মাস্টার। তিনি গত ১৫ মে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির চীন সফরকালে 'তাইচি-ইয়োগা সম্মেলন' শীর্ষক অনুষ্ঠানে অংশ নেন। ইয়োগারাজ দেখতে কালো; তেমন লম্বাও নন। তবে তিনি হাসিখুশি ও আন্তরিক। তাঁর সঙ্গে করমর্দন করার সময়ই তার শারীরিক শক্তি সম্পর্কে আন্দাজ করা যায়। আজকে আমি অনুষ্ঠানের শুরুতেই এই ইয়োগারাজের চীন সফর সম্পর্কে আপনাদের জানাবো। 'ভারতের ইয়োগা ও চীনের তাইচি দু'দেশের বৈশিষ্ট্যময় সংস্কৃতির প্রতীক। সম্মেলনের ৪ শতাধিক অংশগ্রহণকারীর মধ্যে একজন হতে পেরে আমি গর্বিত। দু'দেশের প্রধানমন্ত্রীর সামনে ইয়োগা প্রদর্শন করার অভিজ্ঞতা এর আমার ছিল না। প্রদর্শনীর পর আমি ভারতের প্রধানমন্ত্রী মোদিকে অনুরোধ করি আমার সঙ্গে একটি সেলফি তোলার জন্য। তিনি সম্মত হন। আমি ভীষণ খুশি। কখনোই ভাবিনি, একদিন প্রধানমন্ত্রী মোদির সঙ্গে ছবি তুলবো।'
ইয়োগারাজের জন্মস্থান ভারতের তামিলনাড়ু রাজ্যের রাজধানী চেন্নাই। তিনি হংকংয়ে 'প্রাণা ইয়োগা' (Prana Yoga) কেন্দ্রের প্রতিষ্ঠাতা। তাঁর বাবা ছিলেন ভারতীয় স্থলবাহিনীর একজন অফিসার। ইয়োগারাজ ৫ বছর বয়স থেকেই ইয়োগা ছিখছেন। ১৯৯১ সালে তিনি তামিলনাড়ুতে আয়োজিত এক ইয়োগা প্রতিযোগিতায় চ্যাম্পিয়ান হন। তখন থেকেই তিনি 'ইয়োগারাজ' নামে পরিচিত। এরপর তিনি বিভিন্ন ইয়োগা প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন এবং অনেক পুরস্কার লাভ করেন। ১৭ বছর বয়স থেকেই তিনি ভারতে ইয়োগা শিক্ষক হিসেবে কাজ করা শুরু করেন। ২০০৩ সালে তিনি হংকংয়ে ইয়োগার ওপর উচ্চতর প্রশিক্ষণ গ্রহণ করেন। ২০০৪ সালে তিনি ইয়োগার একটি আসনে টানা দুই ঘন্টা ৪০ মিনিট বসে থেকে গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডসে নাম লেখান। ২০০৯ ও ২০১১ সালে তিনি আরো দু'টি বিশ্ব রেকর্ড গড়েন। ২০১৫ সালের জানুয়ারি মাসে তিনি ৪০ ঘন্টা ইয়োগা করে আরেকটি বিশ্ব রেকর্ড গড়েন। তখন মোদি নিজের টুইটারে ইয়োগারাজের প্রশংসা করে টুইট করেন। এ সম্পর্কে ইয়োগারাজ বলেন, 'আমি আজীবন প্রধানমন্ত্রী মোদির সেই প্রশংসাবাণী মনে রাখবো। প্রধানমন্ত্রী প্রতি বছরের ২১ জুন ইয়োগা দিবস হিসেবে পালনের ঘোষণা দিয়েছেন। আমি প্রধানমন্ত্রীকে অনেক অনেক ধন্যবাদ জানাই। টুইটারে আমাকে নিয়ে তিনি যে প্রশংসাসূচক মন্তব্য করেছেন, তা আমার আজীবনের গর্ব হয়ে থাকবে।'
প্রধানমন্ত্রী মোদি চীন সফরকালে সিআন, পেইচিং ও শাংহাই এসেছিলেন। গত ১৫ মে পেইচিংয়ের 'টেম্পল অব হ্যাভেন'-এ 'তাইচি-ইয়োগা সম্মেলন' অনুষ্ঠিত হয়। মোদি সে সম্মেলনে উপস্থিত ছিলেন। তো, তাইচি ও ইয়োগা সম্পর্কে ইয়োগারাজ বলেন, 'আমি মনে করি, তাইচি ও ইয়োগার মধ্যে ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে। তাইচি ও ইয়োগা—উভয় ক্ষেত্রেই প্রশিক্ষণের মাধ্যমে শরীরকে ফ্লেক্সিবল করে তোলা হয়। এটি আসলে আমাদের জন্য এক ধরণের তপস্যা।'
এবারের চীন সফর ইয়োগারাজের কাছে খুবই তাত্পর্যপূর্ণ। তিনি মনে করেন চীন ভারতের সবচেয়ে ঘনিষ্ঠ অংশীদার। কারণ, দু'দেশের সংস্কৃতির মধ্যে অনেক মিল আছে। এখন অনেক ইয়োগাঅনুরাগী হংকংয়ে তার ইয়োগাকেন্দ্রে ইয়োগা শিখছেন। ভারতের ইয়োগাকে গোটা চীনে পরিচিত করে তোলা তার স্বপ্ন। এ সম্পর্কে তিনি বলেন, 'ভারত ও চীনের সাংস্কৃতিক যোগাযোগ সূদীর্ঘকালের। আমি এর আগে শাওলিন মন্দির পরিদর্শন করেছি। সেখানে আমি দু'দেশের সংস্কৃতির মধ্যে অনেক মিল খুঁজে পেয়েছি। আমি মহাপ্রাচীরে গিয়েছি। সেখানে আমি চীনের বিপুল সৌন্দর্য উপভোগ করেছি। চীনা বন্ধুরা অনেক উত্সাহী। তারা ইয়োগা পছন্দ করেন। আমি আশা করি, ভবিষ্যতে আমি আরো বেশি বেশি চীনের মূলভূখণ্ডে আশার সুযোগ পাবো। আমি ভারতের ইয়োগাকে চীনে নিয়ে আসতে চাই।'
বন্ধুরা, শুনছিলেন ভারতের ইয়োগা মাস্টার ইয়োগারাজের চীন ভ্রমণের অভিজ্ঞতা।
প্রিয় শ্রোতা, সম্প্রতি আমাদের বাংলাদেশি মনিটর দিদারুল ইকবাল শ্রোতাদের নিয়ে একটি মোবাইল কনফরেন্স আয়োজন করেছিলেন। সে কনফারেন্সে শ্রোতারা তাদের মতামত সরাসরি তুলে ধরেছেন নিজেদের কণ্ঠে। চলুন শোনা যাক মোবাইল কনফরেন্সের অডিও ।
....
প্রিয় বন্ধুরা, এতোক্ষণ শুনছিলেন আপনাদের অংশগ্রহণে একটি মোবাইল কনফারেন্সের অডিও। আমরা ভবিষ্যতেও এ ধরণের মোবাইল কনফরেন্স আয়োজন করবো। যদি আপনারা আমাদের মোবাইল কনফরেন্সে অংশ নিতে চান তাহলে বাংলাদেশে আমাদের মনিটর দিদারুল ইকবালের সঙ্গে যোগাযোগ করুন।
তো, আজ এ পর্যন্তই। এতোক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ। যদি আপনারা আমাদের অনুষ্ঠানের মধ্য দিয়ে কিছুটা হলেও আনন্দ পেয়ে থাকেন, তাহলে মনে করবো আমাদের পরিশ্রম সার্থক হয়েছে। আপনাদের জন্যই আমাদের সকল প্রচেষ্টা ও আয়োজন। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং শুনতে থাকুন চীন আন্তর্জাতিক বেতারের বাংলা অনুষ্ঠান। আমাদের সঙ্গে থাকুন, আমাদের অনুষ্ঠান শুনুন আর আপনার যে-কোনো মতামত বা প্রশ্ন পাঠিয়ে দিন চিঠি বা ই-মেইলের মাধ্যমে। আমাদের ই-মেইল ঠিকানা হচ্ছে ben@cri.com.cn এবং আমার নিজস্ব ইমেইল ঠিকানা হল caiyue@cri.com.cn। 'মুক্তার কথা' অনুষ্ঠান সম্পর্কিত ইমেইল আমার নিজস্ব ইমেইল ঠিকানায় পাঠালে ভালো হয়। আজ তাহলে এ পর্যন্তই। আশা করি, আগামী সপ্তাহের একই দিনে, একই সময়ে আবার আপনাদের সঙ্গে কথা হবে। ততোক্ষণ সবাই ভালো থাকুন, আনন্দে থাকুন। (ছাই/আলিম)