Web bengali.cri.cn   
থ্রিডি প্রিন্টারে গাড়ি!
  2015-07-16 19:45:36  cri

অদূর ভবিষ্যতে কোনো একদিন আপনি হয়তো গাড়ি ব্যবসায়ীর কাছে যাবেন এবং কত আসনের কোন ডিজাইন চান তা জানাবেন এবং দিন শেষে থ্রিডি প্রিন্টারে প্রিন্ট করা গাড়ি নিয়ে বাড়ি ফিরবেন। কি অবাক হচ্ছেন! বিস্ময়কর হলেও সত্য। যুক্তরাষ্ট্রের লোকাল মোটরস কোম্পানি ২০১৬ সালের মধ্যে এটি বাজারজাত করারও পরিকল্পনা করেছে।

কোম্পানির প্রধান নির্বাহী কর্মকর্তা জন রজারস বলেন, প্রায় এক বছর ধরে আমরা এ ধরনের প্রিন্টিং গাড়ি তৈরির চেষ্টা করছি। এটি বর্তমানে বিশ্বের প্রথম থ্রিডি গাড়ি। যদিও কিছু কাজ এখনো বাকি আছে। আগামী বছর শিকাগোর প্রযুক্তি মেলায় আমরা এটি বিক্রির জন্য বাজারে ছেড়ে দেবো।

জন রজারস বলেন, আরো বলেন, থ্রিডি প্রিন্টার থেকে যখন এটি প্রিন্ট হয়ে বের হয় তখন সম্পূর্ণ নরম প্লাস্টিক থাকে। সেই প্লাস্টিকে এক ধরনে কার্বন ফাইবার থাকে। পরে ঠাণ্ডা হলে এটি খুবই শক্ত হয়ে যায়।

লোকাল মোটরস এই থ্রিডি গাড়ির নাম দিয়েছে স্ট্রাটি। দুই আসনের এই গাড়িটির গতি প্রতি ঘণ্টায় ২৫ মাইল যাবে। যার মূল্য পড়বে ১৮ হাজার থেকে ৩০ হাজার ডলার।

সংশ্লিষ্ট প্রতিবেদন
মন্তব্য
Play
Stop
ওয়েবরেডিও
বিশেষ আয়োজন
অনলাইন জরিপ
লিঙ্ক
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040