Web bengali.cri.cn   
পোস্ট ডক্টরাল গবেষক ড. মনিরুজ্জামান খান ইউসুফজাইয়ের সাক্ষাতকার
  2015-07-15 14:28:20  cri

 


সুপ্রিয় শ্রোতাবন্ধুরা, সুদূর পেইচিং থেকে প্রচারিত চীন আন্তর্জাতিক বেতারের বাংলা অনুষ্ঠানে আপনাদেরকে স্বাগতম। সবাইকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের নিয়মিত সাপ্তাহিক আয়োজন 'বিদ্যাবার্তা'। আর এ আয়োজনে আপনাদের সঙ্গে রয়েছি সুবর্ণা ও এনামুল হক টুটুল।

অনুষ্ঠানের শুরুতে শিক্ষা সম্পর্কিত খবর শুনুন।

চীনের শিক্ষা মন্ত্রণালয়ের উপমন্ত্রী তু ইউ বো সম্প্রতি বলেন, ১৯৯৯ সাল থেকে চলতি বছর পর্যন্ত চীনের জাতীয় ছাত্র ঋণের মোট পরিমাণ ১২০ বিলিয়ন ইউয়ান। এই ঋণের মাধ্যমে ১.১ কোটিরও বেশি শিক্ষার্থীকে সহায়তা করা হয়েছে। কেবল ২০১৪ সালেই এ ঋণের পরিমাণ ১৬ বিলিয়ন ইউয়ানেরও বেশি ছিলো বলে উল্লেখ করেন তিনি।

চীনের রাষ্ট্রীয় পরিষদের এক নিয়মিত সাংবাদিক সম্মেলনে তিনি বলেন, চীনের ব্যাংক থেকে জানা গেছে, অধিকাংশ শিক্ষার্থী সময়মতো চুক্তির বিষয় অনুসারে ঋণ ফেরত দিয়েছেন বলে জাতীয় ছাত্র ঋণের ব্যবস্থাপনা অত্যন্ত সুষ্ঠুভাবে চলছে।

তিনি বলেন, চীনের রাষ্ট্রীয় পরিষদের নিয়মিত অধিবেশনে 'চীনের জাতীয় ছাত্র ঋণের নীতিমালা' পরিবর্তন করার বিষয় নিয়ে অনেক প্রস্তাব উত্থাপন করা হয়েছে। এর উদ্দেশ্য হলো শিক্ষার্থীদের আর্থিক বোঝা কমানো, চীনের জাতীয় ছাত্র ঋণের সুষ্ঠু উন্নয়নে সহায়তা করা এবং শিক্ষার্থীদের সহায়তার কর্ম প্রশাসনের মান উন্নীত করা।

তিনি আরো বলেন, এ নীতিমালা পরিবর্তনের মধ্য দিয়ে শিক্ষার্থীদের জাতীয় ছাত্র ঋণের আবেদন ও ঋণ ফেরত দেওয়ার প্রক্রিয়া সহজ করা হবে এবং বিভিন্ন বিভাগের মধ্যে সহযোগিতা জোরদার করা হবে। পাশাপাশি সংস্থা ও কর্মীর প্রশিক্ষণ জোরদার করার মাধ্যমে চীনের জাতীয় ছাত্র ঋণ প্রশাসনের মানের উন্নয়ন করা হবে।

চীনের হানবানের মহাপরিচালক ম্যাডাম স্যু লিন ১২ জুলাই কনফুসিয়াস ইন্সটিটিউটের বিদেশি ডিনদের এক সেমিনারে বলেন, এ পর্যন্ত বিদেশে চীনের কনফুসিয়াস ইন্সটিটিউটের সংখ্যা ৪৯০টিরও বেশি। সেই সঙ্গে চলতি বছরের মধ্যে এ সংখ্যা ৫০০টিতে পৌঁছাবে বলে উল্লেখ করেন তিনি।

গত তিন বছরে কনফুসিয়াস ইন্সটিটিউটের বিদেশি বিভিন্ন ডিনের জন্য প্রশিক্ষণ কোর্স আয়োজিত হয়েছে। এ বছরের শেষ নাগাদ কনফুসিয়াস ইন্সটিটিউটের সকল বিদেশি ডিন প্রশিক্ষণ কোর্সে অংশ নেবেন বলে অনুমাণ করা হচ্ছে।

এদিন যুক্তরাষ্ট্র, ডেনমার্ক, ইসরাইল, সুদান ও নিউজিল্যান্ডসহ ২১টি দেশের ৩৬ জন ডিন চীনের শাংহাই শহরের হুয়াতুং নর্মাল বিশ্ববিদ্যালয়ে এক প্রশিক্ষণ কোর্সে অংশ নেন। কোর্সের মধ্যে রয়েছে চীনের সংস্কৃতি শেখা ও অনুভব করা, কনফুসিয়াস ইন্সটিটিউট প্রতিষ্ঠার অভিজ্ঞতা বিনিময় করা এবং এ ইন্সটিটিউটের ভবিষ্যত উন্নয়নের পরিকল্পনা নিয়ে আলোচনা করা।

চীনের হানবান ও কনফুসিয়াস ইন্সটিউটের সদরদপ্তরের যৌথ উদ্যোগে এ অনুষ্ঠান আয়োজন করা হয়। ৯ দিনের এ অনুষ্ঠানে চীনের রীতিনীতি, সংস্কৃতি, কূটনীতি, অর্থনীতি ও দেশ-বিদেশের সাংস্কৃতিক বিনিময়সহ বিভিন্ন বিষয় নিয়ে আদান-প্রদান করা হবে।

এ প্রশিক্ষণ কোর্সের মাধ্যমে বিদেশি ডিনরা চীনের সমাজ,অর্থনীতি ও সংস্কৃতির উন্নয়নের অবস্থা এবং কনফুসিয়াস ইন্সটিটিউটের উন্নয়নের পরিকল্পনা নিয়ে আরো বিস্তারিত তথ্য জানতে পারবেন।

বন্ধুরা, আজকের অনুষ্ঠানে আপনারা শুনবেন চাইনিজ একাডেমি অব সাইন্সেস-এর রিসার্স সেন্টার ফর ইকো এনভায়রনমেন্টাল সাইন্সেস-এর পোস্ট ডক্টরাল গবেষক ড. মনিরুজ্জামান খান ইউসুফজাইয়ের সাক্ষাতকার।

ড. মনিরুজ্জামান খান চাইনিজ একাডেমি অব সাইন্সেস বা সিএএস-এর রিসার্স সেন্টার ফর ইকো এনভায়রনমেন্টাল সাইন্সেস-এ পোস্ট ডক্টরাল গবেষণা করছেন। সিএএস এর মর্যাদাপূর্ণ ফেলোশিপ নিয়ে তিনি 'আন্ডারস্ট্যান্ড দ্যা কাপলিং প্রসেস অব আইরন অ্যান্ড কার্বন আন্ডার অ্যানোকসিক ইকোসিস্টেমস' নিয়ে গবেষণা করছেন। এটি তার দ্বিতীয় পোস্ট ডক্টরাল গবেষণা।

ড. মনিরুজ্জামন খান বাংলাদেশ নদী গবেষণা ইন্সটিটিউটের একজন ঊর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা। তিনি বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, ময়মনসিংহ থেকে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন।

তিনি জাপান সরকারের বৃত্তি নিয়ে দেশটির ইউয়াতে বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি ডিগ্রি অর্জন করেন । এরপর তিনি ফেলোশিপ পেয়ে জাপানের ন্যাশনাল এগ্রিকালচারাল রিসার্স সেন্টার-এর ক্লাইমেট চেঞ্জ ডিভিশন থেকে পোস্ট ডক্টরেট ডিগ্রি লাভ করেন ।

জাপান, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্যসহ বিভিন্ন দেশের আন্তর্জাতিক সেমিনারে তিনি তার গবেষণার ফলাফল উপস্থাপন করেছেন।

সুপ্রিয় শ্রোতাবন্ধুরা, আমাদের অনুষ্ঠান সম্পর্কে কোনো মতামত বা পরামর্শ থাকলে আমাদের কাছে চিঠি লিখুন। চিঠিতে তুলে ধরুন এ অনুষ্ঠান সম্পর্কে আপনার ভালোলাগা, তুলে ধরুন আপনার মতামত ও পরামর্শ। আমাদের যোগাযোগ ঠিকানা ben@cri.com.cn,caoyanhua@cri.com.cn

রেডিওয়ের মাধ্যমে আমাদের অনুষ্ঠান শুনতে না পারলে বা শুনতে মিস করলে বাংলা বিভাগের ওয়েবসাইটে শুনতে পারবেন। আমাদের ওয়েবসাইটের ঠিকানা হলো www.bengali.cri.cn।

এবার তাহলে বিদায়। সবাই ভালো থাকুন, সুন্দর থাকুন। থাকুন সুস্থ ও আনন্দে। আগামী সপ্তাহে একই দিনে একই সময়ে আবারও কথা হবে। চাই চিয়ান। (সুবর্ণা/টুটুল)

সংশ্লিষ্ট প্রতিবেদন
মন্তব্য
Play
Stop
ওয়েবরেডিও
বিশেষ আয়োজন
অনলাইন জরিপ
লিঙ্ক
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040