Web bengali.cri.cn   
কণ্ঠশিল্পী হু সিয়া
  2015-07-15 09:49:16  cri


বন্ধুরা, অনুষ্ঠানের প্রথমে একটি সংগীতের মাধ্যমে আজ আপনাদের পরিচয় করিয়ে দেবো একজন কণ্ঠশিল্পীর সঙ্গে। আগে গানটি শুনুন। তারপর তার নাম ও পরিচয় বলছি। (প্রিয় শ্রোতা, তরুণ কণ্ঠশিল্পী হু সিয়া'র কণ্ঠে আপনারা একটি চমত্কার গান শুনলেন। কেমন লাগলো গানটি। বন্ধুরা, আপনারা জানেন, 'ওয়ান মিলিয়ন স্টার' তাইওয়ানের সংগীত প্রতিযোগিতা বিষয়ক একটি জনপ্রিয় টিভি অনুষ্ঠান। অনেক প্রতিভাবান তরুণ কণ্ঠশিল্পী এ প্রতিযোগিতার মাধ্যমে পেশাদার গানের জগতে প্রবেশ করেন। ২০১০ সালে চীনের কুয়াং সি প্রদেশের ২০ বছর বয়সী শিল্পী হু সিয়া ষষ্ঠ 'ওয়ান মিলিয়ন স্টার' চ্যাম্পিয়ন হন। তিনি এ প্রতিযোগিতার অংশগ্রহণকারী চীনের মূলভূভাগের প্রথম চ্যাম্পিয়নও।

সুপ্রিয় শ্রোতা, হু সিয়া নিজের নামটি গ্রহণ করেছেন তার মা-বাবার পারিবারিক পদবী থেকে। তার প্রথম ব্যক্তিগত অ্যালবামের নাম 'হু লাভ সিয়া' অর্থাত 'হু সিয়াকে ভালবাসে'। এ ধরনের নামকরণের মাধ্যমে তিনি বোঝাতে চেয়েছেন তার বাবা 'হু' তার মা 'সিয়া'কে ভালবাসেন। তিনি ঐ প্রতিযোগিতায় মা-বাবার জন্য একটি গান গেয়েছেন। চমত্কার আবেগময় এ গানটির জন্য বিচারকদের কাছ থেকে তিনি পূর্ণ নম্বর পান। এখন আমরা একসাথে শুনব 'স্ত্রী' শিরোনামের এ গানটি।

বন্ধুরা, হু সিয়া'র কথা উঠলেই তার ব্যাপারে কয়েকটি বিশেষণ সবার আগে মনে পড়ে যায়। স্নেহশীল, মনখোলা ও উষ্ণ-এই শব্দগুলো যেন তার জন্যই সৃষ্টি। শ্রোতারা তার কণ্ঠকে ঝরণার সঙ্গে তুলনা করেন। দৃঢ় চরিত্র ও সাবলিল কণ্ঠের কারণে তার গান শুনলে যেন মনের ক্ষত সেরে যায়। সে কারণে অনুরাগীরা তাকে 'নিরাময়কারী কণ্ঠশিল্পী' নামে ডাকেন।

প্রতিযোগিতার শুরু থেকে তার নৈপুণ্য অন্যদের চেয়ে বেশ ভাল ছিলা বলে তিনি বিজয়ী হন। প্রতিযোগিতার পরপরই তিনি বিখ্যাত সংগীত কোম্পানি সনির সঙ্গে চুক্তিবদ্ধ হন। ওই একই বছর তার প্রথম ব্যক্তিগত অ্যালবাম প্রকাশিত হয়। বলতে হবে একজন তরুণ কণ্ঠশিল্পী হিসেবে তার ভাগ্য খুবই ভাল। আচ্ছা, এখন আমরা শুনবো হু সিয়ার গাওয়া আরেকটি গান। এটির শিরোনাম 'ভালবাসায় কিছুই ভুল না'।

শ্রোতাবন্ধুরা, 'ইউ আর দ্যা অ্যাপল অব মাই আই' ২০০৭ সালে তাইওয়ানের লেখক চো বা তাও প্রকাশিত একটি ছোটগল্প। এ ছোটগল্পের ভিত্তিতে ২০১১ সালে একটি চলচ্চিত্র নির্মিত হয়। দুজন ছাত্র-ছাত্রীর ভালবাসার গল্প নিয়ে নির্মিত এ চলচ্চিত্র দারুণ জনপ্রিয়তা পায়। তাইওয়ানে ৫০ কোটি তাইওয়ানি ডলার আয় করে।

হু সিয়া এই চলচ্চিত্রের প্রধান গান 'সেই বছরগুলো' গেয়েছেন। চলচ্চিত্রটি জনপ্রিয়তা পাওয়ায় হু সিয়াও আরও বেশি জনপ্রিয় হয়ে ওঠেন এবং পুরস্কার অর্জন করেন। মনে হয় তার নির্মল কণ্ঠ এ চলচ্চিত্রের প্রসঙ্গের সঙ্গে খুবই মানানসই ছিলো। আচ্ছা, তাহলে শুনুন গানটি।

বন্ধুরা, 'সেই বছরগুলো' সাফল্য অর্জন করার পর অনেক চলচ্চিত্র ও টিভি নাটকে গান গাইতে আমন্ত্রণ পান হু সিয়া। এখন আমরা হু সিয়া'র গাওয়া চলচ্চিত্র ও টিভি নাটকের কয়েকটি গান উপভোগ করব। প্রথমে শুনব টিভি নাটক '১৬টি গ্রীষ্মকাল'-এর প্রধান গান 'কোথায় তুমি'।

'আমার ডেস্কমেট' চীনে জনপ্রিয় একটি সংগীত। ২০১৪ সালে মুক্তি পায় একই নামের একটি চলচ্চিত্র। হু সিয়া এ চলচ্চিত্রের জন্য গান গেয়েছেন। এ গানের শিরোনাম 'আমার ডেস্কমেট'। এখন আমরা উপভোগ করব হু সিয়ার সংস্করণটি।

প্রিয় বন্ধুরা, একজন কণ্ঠশিল্পী হিসেবে হু সিয়া দৃঢ় পদক্ষেপে ও সাবলীলভাবে সামনের দিকে এগিয়ে যাচ্ছেন। ভাগ্যের চেয়ে প্রতিভা ও চেষ্টা বেশি গুরুত্বপূর্ণ। সুযোগ সব সময় প্রস্তুত থাকে মানুষের জন্য; তা ধরার জন্য দরকার শুধু যোগ্যতা ও আন্তরিক প্রচেষ্টা। ২৫ বছর বয়সে হু সিয়া যেভাবে আগাচ্ছেন তাতে মনে হয় তার আগামী দিনগুলোতে সম্ভাবনা অপার।

২০১২ সালে হু সিয়ার দ্বিতীয় ব্যাক্তিগত অ্যালবাম প্রকাশিত হয়। 'বিষণ্ণ রূপকথা' এ অ্যালবামের একটি গান। শুনুন তাহলে গানটি।

২০১৩ সালে হু সিয়া প্রকাশ করেন 'মূর্খ ট্যাঙ্গো' নামে একটি অ্যালবাম। আজকের শেষ গান হিসেবে আপনাদের শোনাতে চাই এ অ্যালবামের 'পরিবর্তন' নামের একটি গান। এটাও তাইওয়ানের টিভি নাটক 'True Love ৩৬৫ '-এর প্রধান গান। শুনুন তাহলে গানটি।

সংশ্লিষ্ট প্রতিবেদন
মন্তব্য
Play
Stop
ওয়েবরেডিও
বিশেষ আয়োজন
অনলাইন জরিপ
লিঙ্ক
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040