Web bengali.cri.cn   
'এক অঞ্চল, এক পথ'---চীনের সিন চিয়াং জাতির স্বায়ত্তশাসিত এলাকার ছিয়াং জি স্বায়ত্তশাসিত বিভাগ সাংস্কৃতিক শিল্পের উন্নয়নের নতুন সুযোগ খুঁজছে
  2015-07-14 14:35:45  cri

চীনের সিন চিয়াং জাতীর স্বায়ত্তশাসিত এলাকার ছিয়াং জি স্বায়ত্তশাসিত বিভাগের কথা শুনে, হয়তো বন্ধুদের মনে হু জাতির ফুল বা হু জাতির জলখাবারের রাস্তার কথা মনে পড়ছে। ছিয়াং জি স্বায়ত্তশাসিত বিভাগে হু জাতি, হান জাতি, উইঘুর জাতি এবং কাজাখ জাতিসহ ৪২টি জাতি রয়েছে। প্রতিটি জাতির নিজস্ব বৈশিষ্ট্যময় সংস্কৃতি আছে। ছিয়াং জি'র বিভিন্ন জাতির সংস্কৃতি উন্নয়নে একটি প্ল্যাটফর্ম দেওয়ার জন্য, চলতি বছরের জানুয়ারি থেকে ছিয়াং জি শহরে একটি সাংস্কৃতিক বিনিময় কেন্দ্র প্রতিষ্ঠিত হয়েছে। এটি হলো, উরুমুচির 'ছি ফাং রাস্তা'র ওপর সিন চিয়াংয়ের দ্বিতীয় সাংস্কৃতিক বিনিময় কেন্দ্র।

ছিয়াং জি সাংস্কৃতিক কেন্দ্রের আয়তন ১৬০০ বর্গমিটারেরও বেশি। ছিয়াং জি শহরের রাজনৈতিক পরামর্শ সম্মেলনের সদস্য খোও হং'র অফিস সাংস্কৃতিক কেন্দ্রের একটি অংশ। খোও হংও একজন শিল্পী। তিনি বিখ্যাত লোকসংগীত 'হুয়া এর'গিয়েছেন। 'হুয়া এর'গানটি চীনের ছিং হাই, নিং সিয়া, সিন চিয়াংসহ চীনের পশ্চিমাঞ্চলের প্রদেশের একটি বিখ্যাত লোকসঙ্গীত। একে 'উত্তর-পশ্চিমাঞ্চলের আত্মা'বলা হয়। খোও হং বলেন, তিনি খুশি হয়েছেন যে এত গুরুত্বপূর্ণ একটি গান তিনি গেয়েছেন, 'হুয়া এর'শুধু একটি লোকসঙ্গীত তা নয়, সাংস্কৃতিক প্রতীকও বটে।

"গত কয়েক বছর ধরে আমি ভেবেছি, যদি একটি 'হুয়া এর'মঞ্চ প্রতিষ্ঠা করি, তাহলে 'হুয়া এর'গানের ভক্তরা সেখানে একসঙ্গে এ সুন্দর গানটি গাইতে পারে। কি চমত্কার একটি বিষয় ! আরো বেশি নতুন বন্ধু এ গান সম্পর্কে জানতে পারবে।"

'হুয়া এর'ছাড়া, খোও হং বিভিন্ন জাতির সূচিকর্ম পছন্দ করেন। কাপড়ের কাজ, হাতে তৈরি জিনিস, বালিশ এবং বিভিন্ন জাতির বৈশিষ্ট্যময় পুতুলসহ নানা সূচিকর্ম সেখানে রয়েছে। খোও হং বলেন যে, 'হুয়া এর' গানটির পাশাপাশি সূচিকর্ম তার প্রিয় আর একটি কাজ।

সারা দেশের বিভিন্ন অঞ্চলের পর্যটক ছিয়াং জি সাংস্কৃতিক কেন্দ্রে যান। কেন্দ্রটি জনপ্রিয় হওয়ার সঙ্গে সঙ্গে আন্তর্জাতিক পর্যটকরাও ভ্রমণ শুরু করেন। লোকসঙ্গীত 'হুয়া এর'খুবই পছন্দ করেন তারা, এমনকি 'হুয়া এর'র ডিস্কও কিনেন তারা। কখনো কখনো বিশেষ দিবসে খোও হং 'হুয়া এর'র ডিস্ক বিনামূল্যে পর্যটকদের বিতরণ করেন।

খোও হং বলেন যে, শহর প্রশাসন সাংস্কৃতিক বিনিময় কেন্দ্রে যথেষ্ট সমর্থন দেয়। ছিয়াং জি লাইব্রেরি কেন্দ্রে বিভিন্ন সাংস্কৃতিক ইভেন্ট আয়োজিত হয়েছে। তা ছাড়া 'এক অঞ্চল, এক পথ' নীতির সমর্থনে বিভিন্ন জাতির ঐতিহ্যিক শিল্প রক্ষার ক্ষেত্রে সরকার অনেক পুঁজি বিনিয়োগ করেছে। সেজন্য জাতির সাংস্কৃতিক উন্নয়ন দ্রুত হচ্ছে।

লোকসঙ্গীত বা সূচিকর্ম ছাড়া, ছিয়াং জি সাংস্কৃতিক বিনিময় কেন্দ্রের আরেকটি বৈশিষ্ট্য হলো, স্থানীয় চিত্রশিল্পীদের কাজের প্ল্যাটর্ফম তৈরি করেছে। কেন্দ্রে কখনো কখনো চিত্র প্রদর্শনীর আয়োজন করা হয়। তাছাড়া ছবির নিলামও অনুষ্ঠিত হয়। যাতে চিত্রশিল্পের আর্থিক উন্নয়ন সম্ভব হয়। 'এক অঞ্চল, এক পথে'র উন্নয়ন পরিকল্পনায় কেন্দ্র আশা করে, চিত্রশিল্পীদের ছবি রেশম পথের মাধ্যমে বিদেশে রপ্তানি করা যাবে।

কেন্দ্রের দায়িত্বশীল কর্মকর্তা চলতি বছরের সেপ্টেম্বরে কাজাখস্তানের সঙ্গে একটি চিত্র প্রদর্শনী আয়োজনের আশা করছেন। এখন দু'পক্ষের মধ্যে ঘনিষ্ঠ যোগাযোগ চলছে।

আধুনিক প্রযুক্তির উন্নয়নের সঙ্গে সঙ্গে কেন্দ্রের দায়িত্বশীল ব্যক্তিরাও বিনিময় কেন্দ্রের জন্য অনেক কাজ করেছেন। যেমন, ডিজিটাল বিনিময় কেন্দ্রের প্রকল্প তৈরি করা হয়েছে। আশা করা যাচ্ছে যে, ইন্টারনেটের দ্রুত উন্নয়ন ও বিকাশের মাধ্যমে সারা বিশ্বের আরো বেশি মানুষ ছিয়াং জি সাংস্কৃতিক বিনিময় কেন্দ্র সম্পর্কে জানতে পারবে।

সংশ্লিষ্ট প্রতিবেদন
মন্তব্য
Play
Stop
ওয়েবরেডিও
বিশেষ আয়োজন
অনলাইন জরিপ
লিঙ্ক
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040