আজকের অনুষ্ঠানে আপনাদেরকে ভারতের জনপ্রিয় শিল্পী অজয় চক্রবর্তীর গান শোনাবো। তবে তার আগে তাঁর কিছু পরিচয় আপনাদের সামনে তুলে ধরবো, কেমন?
অজয় চক্রবর্তী কলকাতায় হিন্দু ব্রাক্ষ্মন পরিবারে জন্মগ্রহণ করেন। তাঁর ভাই সঞ্জয় চক্রবর্তীও জনপ্রিয় সংগীতজ্ঞ। অজয় চক্রবর্তী ওস্তাদ মনোয়ার আলী খানের কাছে গান শেখেন। [৩] তিনি রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয় থেকে প্রথম শ্রেণীতে স্নাতক সম্পন্ন করেন।
অজয় চক্রবর্তী মাত্র তিন বছরেই গান শুরু করেন এবং চমক সৃষ্টি করেন। তাঁর গানের হাতেখড়ি শুরু হয় তাঁর বাবা অজিত চক্রবর্তীর হাত ধরে। এর পরে তিনি একাধিক ওস্তাদের কাছে গান শেখেন।
আচ্ছা, বন্ধুরা, এখন আমরা একসাথে অজয় চক্রবর্তীর কয়েকটি সুন্দর গান শুনবো।
......
বন্ধুরা, আপনারা শুনছেন চীন আন্তর্জাতিক বেতারের বাংলা অনুষ্ঠান 'সুরের ধারায়'। সঙ্গে আছি আমি আপনাদের বন্ধু মুক্তা। আপনারা শুনছেন ভারতের জনপ্রিয় শিল্পী অজয় চক্রবর্তীর গান।
.....
প্রিয় শ্রোতা, আজ তাহলে এ পর্যন্তই। আগামী সপ্তাহে আবারও কথা হবে। সে পর্যন্ত আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন ও সুন্দর থাকুন। বিদায় নিচ্ছি আপনাদেরই প্রিয় বন্ধু আমি মুক্তা। চাই চিয়েন। (মুক্তা)