20150709music.m4a
|
আপনি প্রস্তুত তো ? তাহলে চলুন শোনা যাক আজকের গান।
সুপ্রিয় শ্রোতা, এখন আপনি যে গানটি শুনছেন, সেটি হলো 'আলোর বিপরীতে উড়ি' নামের একটি গান।
গান-
'আলোর বিপরীতে উড়ি' নামের একটি গান 'চকচকে ভালবাসা' সিরিয়ালের একটি গান। এ সিরিয়ালে একজন সাধারণ মেয়ে কিভাবে বিভিন্ন চ্যালেঞ্জ ও কষ্টের সম্মুখীণ হয়েও নিজের স্বপ্নকে বাস্তবায়নের জন্য বিভিন্ন সংগ্রাম করেন তার গল্প বর্ণনা করা হয়েছে ।
প্রিয় বন্ধুরা, এখন যে গানটি আপনারা শুনছেন, সেটি হলো 'ভাগ্যকে বিশ্বাস করি' শিরোনামের একটি গান।
সুপ্রিয় শ্রোতা, আপনারা ভাগ্যকে বিশ্বাস করেন?
হ্যাঁ, এবারে শুনবেন এ সিরিয়ালের আরেকটি গান। গানের শিরোনাম " আগামীকাল"।
এ গানের কথা খুব চমত্কার। শুনুন তাহলে
আগামীকালের আগামীকালে পরস্পরকে ছাড়বো না বলে বলেছি আমরা।
আগামীকাল নিজের সঙ্গে রাগারাগি করবো না।
জীবনে কতো ভালো-মন্দ, কত আনন্দ-দুঃখ,
আমাদের উচিত সুখকে জোর করে হাতে ধরে রাখা ।
আগামীকাল মানে সূচনা নয়, চালিয়ে যাওয়া।
আচ্ছা, প্রিয় শ্রোতা, এবার আপনাদের জন্য নিয়ে আসছি 'আমার স্বপ্ন' নামের আরেকটি গান।
প্রিয় শ্রোতা, এখন আপনি যে গানটি শুনছেন, তার নাম 'প্রেমের দেবতা' । এটি চীনের 'প্রেমের দেবতা' নামের চলচ্চিত্রের মূল গান ।
গান-
'প্রেমের দেবতা' চলচ্চিত্রটি ২০১৩ সালে মুক্তি পায়। এ চলচ্চিত্রটিতে সু সিয়াও পেই নামক একজন মেয়ে একটি বিজ্ঞাপন কোম্পানিতে চাকরি করেন। এক দিন রাস্তায় হঠাত্ পড়ে যাওয়া এক বৃদ্ধকে হাসপাতালে চিকিত্সা করানোর জন্য নিয়ে গেলে সেখানে নতুন সহকর্মী উ থিয়ান লাং'র সঙ্গে পরিচয় হয়। উ থিয়ান লাং তিন বছর আগে সড়ক দুর্ঘটনায় স্মৃতিশক্তি হারিয়ে ফেলা বাগদত্তাকে মিস করে আসছেন এবং তার বাগদত্তার সঙ্গে প্রেমের স্মৃতি তিনি এখনো ভুলতে পারেন নি। যখন তিনি অতীতকে ভুলে নতুন জীবন শুরু করার কথা ভাবলেন এবং সিয়াও পেই'র সঙ্গে প্রেম করার দৃঢ় সিদ্ধান্ত নিলেন, তখন তিনি একটি ফুলের দোকানে স্মৃতিভ্রম হয়ে তার সেই বাগদত্তাকে দেখতে পেলেন। তখন উ থিয়ান লাং আবার তার সেই বাগদত্তাকে খোঁজার জন্য বের হয়ে পড়লেন।
প্রিয় বন্ধুরা, এখন আপনারা যে গানটি শুনছেন, সেটি হলো এ চলচ্চিত্রের একটি গান। গানের নাম ' এখান থেকে শুরু করা যাক'
গান-
বন্ধুরা, অন্যদিকে, সি সোং একজন দাঁতের ডাক্তার । তিনি তার মেয়েবন্ধু লিলি'র সঙ্গে ৫ বছর প্রেম করেছেন। মেয়েবন্ধু লিলি খুবই কাজ পাগল আর এজন্য তিনি সি সোংকে উপেক্ষা করেন। কিন্তু লিলিকে খুব ভালোবাসেন বলে সি সোং সব সময় তার সাথে সমঝোতা করে চলেন এবং তাকে সমর্থন দিয়ে আসেন। একসময় লিলি চাকরিতে বিশাল চ্যালেঞ্জের সম্মুখীন হন। ঠিক সেই সময় সি সোং তার মেয়েবন্ধু লিলিকে বিয়ের প্রস্তাব করেন। কিন্তু সেই সময় লিলি বিয়ের জন্য রাজি ছিলেন না এবং এমন পরিস্থিতিতে লিলি বিদেশে চলে যান।
প্রিয় শ্রোতা, এখন শুনবেন এ চলচ্চিত্রের আরেকটি গান। গানের নাম 'আমরা এগিয়ে যাই'
বন্ধুরা একদিকে পাঁচ বছরের প্রেম শেষ করলেন সি সোং। অন্যদিকে প্রেমিক খুঁজতে থাকা সিয়াও পেই'র সঙ্গে হঠাত্ দেখা হয়ে গেল সি সোং এর। কি হবে এখন? দু'জন কি প্রেমে পড়ে যাবে?
হ্যাঁ প্রিয় শ্রোতা, আর তাই এখন আপনাদের জন্য নিয়ে আসছি এ চলচ্চিত্রের আরেকটি গান । নাম 'তোমার সঙ্গে দুষ্টুমি করছি'।
গান-
প্রিয় শ্রোতা, আশা করি এ গানগুলো আপনাদের মধ্যে ভিন্ন একটা অনুভূতি তৈরি করছে।
প্রিয় শ্রোতাবন্ধু, আজকের 'সুরের ধারা' অনুষ্ঠান এ পর্যন্তই। গানগুলো কেমন লাগল আপনাদের ? যদি ভালো লেগে থাকে এবং এ অনুষ্ঠান নিয়ে আপনাদের কোনো মতামত থাকে, তাহলে আমাদেরকে চিঠি বা ই-মেইল পাঠাতে ভুলবেন না। আমাদের ই-মেইল ঠিকানা হলো এবার তাহলে বিদায়ের পালা। আগামী বৃহস্পতিবার আবার আপনাদের সঙ্গে কথা হবে। সে পর্যন্ত আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন এবং সুন্দর থাকুন। চাই চিয়ান।