Web bengali.cri.cn   
চাইনিজ একাডেমি অব সাইন্সেস-এর পিএইচডি গবেষক রনি ভৌমিকের সাক্ষাতকার
  2015-07-08 15:46:46  cri











সুপ্রিয় শ্রোতাবন্ধুরা, সুদূর পেইচিং থেকে প্রচারিত চীন আন্তর্জাতিক বেতারের বাংলা অনুষ্ঠানে আপনাদেরকে স্বাগতম। সবাইকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের নিয়মিত সাপ্তাহিক আয়োজন 'বিদ্যাবার্তা'। আর এ আয়োজনে আপনাদের সঙ্গে রয়েছি সুবর্ণা ও এনামুল হক টুটুল।

শুরুতেই শুনবেন শিক্ষা সম্পর্কিত খবর ।

চীন আন্তর্জাতিক বেতার (সিআরআই) ও পেইচিং ইন্টারন্যাশনাল স্টাডিজ ইউনিভার্সিটি সম্প্রতি এক সহযোগিতা চুক্তি সাক্ষর করেছে এবং যৌথভাবে আন্তর্জাতিক যোগাযোগ ইন্সটিটিউট গড়ে তুলবে বলে মতৈক্যে পৌঁছেছে।

সিআরআইয়ের মহাপরিচালক জনাব ওয়াং কেং নিয়ান বলেছেন, পেইচিং ইন্টারন্যাশনাল স্টাডিজ ইউনিভার্সিটি বিদেশি ভাষা প্রশিক্ষণের চমত্কার ঘাঁটি হিসেবে সিআরআইয়ের সঙ্গে সহযোগিতার মাধ্যমে আন্তর্জাতিক যোগাযোগের দায়িত্ব পালন করবে। দু'পক্ষের মধ্যে সহযোগিতামূলক চুক্তি স্বাক্ষরের মাধ্যমে বিভিন্ন ভাষার পেশাগত ব্যক্তিদের প্রশিক্ষণ দেওয়া হবে এবং গণমাধ্যমের চমত্কার প্রতিনিধিদের যোগাযোগ ইন্সটিটিউটের শিক্ষক মনোনয়ন করা হবে।

পেইচিং ইন্টারন্যাশনাল স্টাডিজ ইউনিভার্সিটির প্রধান ফেং পেই বলেন, সিআরআইয়ের সঙ্গে যোগাযোগ ইন্সটিটিউট প্রতিষ্ঠা করলে তথ্য বিষয়ক তত্ত্ব ছাড়াও, গণযোগাযোগ ও ইন্টারনেট বিষয়ও প্রধান বিষয় হিসেবে চালু করা হবে, যাতে সিআরআইয়ের ব্যক্তি চাহিদা মোটানো যায়।

উল্লেখ্য, চীন আন্তর্জাতিক বেতার মোট ৬৫টি ভাষায় সারা বিশ্বে তথ্য প্রচার করে থাকে। বর্তমানে বেতার, ভিডিও, ম্যাগাজিন, নতুন মিডিয়া, টেলিভিশন সিরিজের অনুবাদসহ নানান বিষয় নিয়ে কাজ করে চলেছে সিআরআই। ২০১৫ সালের জানুয়ারি মাস পর্যন্ত বিদেশে সিআরআইয়ের ১০৩টি শাখা বেতার, ১৩টি কনফুসিয়াস ক্লাসরুম, ৩২টি সাংবাদিক সংস্থা এবং ৪১১২টি শ্রোতা ক্লাব প্রতিষ্ঠা করা হয়েছে।

বন্ধুরা, আজ আপনারা শুনবেন চাইনিজ একাডেমি অব সাইন্সেস এর একাডেমি অব ম্যাথম্যাটিকস অ্যান্ড সিস্টেম সাইন্স ইন্সটিটিউটের পিএইচডি গবেষক রনি ভৌমিকের সাক্ষাতকার।

রনি ভৌমিক চাইনিজ একাডেমি অব সাইন্সেস বা সিএএস এর একাডেমি অব ম্যাথম্যাটিকস অ্যান্ড সিস্টেম সাইন্স ইন্সটিটিউটে পিএইচডি করছেন । সিএএস এর মর্যাদাপূর্ণ বৃত্তি নিয়ে তিনি এ পিএইচডি করছেন।

তার গবেষণার বিষয় হলো– 'ইকনমেট্রিক মডেলের উপর ভিত্তি করে সামষ্টিক অর্থনৈতিক ভেরিয়েবল ব্যবহার করে শেয়ার বাজারের ভোলাটিলিটি বিশ্লেষণ করা'। তিনি প্রধানত বাংলাদেশ এবং এশিয়ার শেয়ার বাজার নিয়ে গবেষণা করছেন ।

রনি ভৌমিক বাংলাদেশের বেসরকারি বিশ্ববিদ্যালয় ড্যাফোডিল আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয়ের বিজনেস অ্যান্ড ইকনমিক্স অনুষদের বিজনসে অ্যাডমিনিস্ট্রেশন বিভাগের প্রভাষক।

সুপ্রিয় শ্রোতাবন্ধুরা, আমাদের অনুষ্ঠান সম্পর্কে কোনো মতামত বা পরামর্শ থাকলে আমাদের কাছে চিঠি লিখুন। চিঠিতে তুলে ধরুন এ অনুষ্ঠান সম্পর্কে আপনার ভালোলাগা, তুলে ধরুন আপনার মতামত ও পরামর্শ। আমাদের যোগাযোগ ঠিকানা ben@cri.com.cn,caoyanhua@cri.com.cn

রেডিওয়ের মাধ্যমে আমাদের অনুষ্ঠান শুনতে না পারলে বা শুনতে মিস করলে বাংলা বিভাগের ওয়েবসাইটে শুনতে পারবেন। আমাদের ওয়েবসাইটের ঠিকানা হলো www.bengali.cri.cn।

এবার তাহলে বিদায়। সবাই ভালো থাকুন, সুন্দর থাকুন। থাকুন সুস্থ ও আনন্দে। আগামী সপ্তাহে একই দিনে একই সময়ে আবারও কথা হবে। চাই চিয়ান। (সুবর্ণা/টুটুল)

সংশ্লিষ্ট প্রতিবেদন
মন্তব্য
Play
Stop
ওয়েবরেডিও
বিশেষ আয়োজন
অনলাইন জরিপ
লিঙ্ক
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040