Web bengali.cri.cn   
সিয়াও ইয়া স্যুয়ানের কন্ঠে গান
  2015-07-08 15:46:46  cri

 


সুপ্রিয় শ্রোতাবন্ধুরা, আপনারা ভালো আছেন তো? সুদূর পেইচিং থেকে আপনাদের আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের 'সুরের ধারায়' অনুষ্ঠান। আপনাদের সাথে আছি আমি সূবর্ণা।

আজকের অনুষ্ঠানে আমি চীনের তাইওয়ান প্রদেশের গায়িকা 'সিয়াও ইয়া স্যুয়ান'এর গাওয়া বেশ কিছু গানের সাথে পরিচয় করিয়ে দেবো আপনাদের। আমাদের প্রিয় এই গায়িকার আরেকটি নাম 'এলভা সিয়াও'।

১৯৭৯ সালের ২৪ আগস্ট এলভা তাইওয়ান প্রদেশের থাওইউয়ান জেলায় জন্মগ্রহণ করেন। ১৯৯৯ সালে তিনি প্রথম নিজের নামে সঙ্গীত অ্যালবাম প্রকাশনা করেন। পরের বছরই অর্থাত ২০০০ সালে তিনি চীনা ভাষার 'শ্রেষ্ঠ সঙ্গীত অ্যালবাম পুরস্কার' লাভ করেন।

তারপর থেকে ২০১৪ সাল পর্যন্ত এলভা মোট ১৬টি সঙ্গীতের অ্যালবাম প্রকাশনা করেছেন। এর মধ্যে রোম্যান্টিক গান ও হিপহপ গানও রয়েছে।

চমত্কার কণ্ঠে গান গাওয়ার পাশাপাশি তিনি একজন ভাল নৃত্ত শিল্পীও। তার অনেক সঙ্গীত এমটিভিতে প্রচারিত হয় যেখানে তিনি গানের সাথে চমত্কারভাবে নৃত্ত পরিবেশন করেন।

বন্ধুরা, এলভার সংক্ষিপ্ত পরিচয় জানার পর এখন আমরা তার কণ্ঠে কিছু গান শুনবো। আজকের অনুষ্ঠানের প্রথম গানের নাম cappuccino। এ গানে কফি পরিবেশনের মাধ্যমে প্রেমের স্মৃতি বর্ণনা করা হয়েছে।

এই গানের কথা বাংলায় অনুবাদ করলে মোটামুটি এমন হয়, সে আমাকে ছেড়ে চলে যাওয়ার পর আমার অনেক দুঃখ হয়/এ শরত্কালে আমি দুঃখ অনুভব করে স্মৃতিকাতর হয়ে পড়েছি/কেউ বললো প্রেম মদের মতো, তা মানুষের বিচক্ষণতা নষ্ট করে/তবে প্রেমের প্রতি আমার অন্যরকম অনুভূতি/তা যেন cappuccino'র মতো, একটু তিক্ত ও আকর্ষণীয়/আমি ভাবছি মন ভেঙ্গে গেলেও আমি বিনাচিন্তায় পদক্ষেপ নিতে সক্ষম/তবে এ শীতকালে আমি মনের দুঃখ দূরে করতে পারি না/এ ভালোবাসা cappuccino'র মতো দীর্ঘকাল ধরে আমার মন দখল করে আছে/কিছু ব্যাপার ও দুঃখ আছে যা বর্ণনা করা যায় না/শুধু অনুভবে বুঝে নেওয়া যায় ভালোবাসা কত রহস্যময় ব্যাপার...।

প্রিয় বন্ধুরা, পরের গানের নাম 'নবজাতক'। এই গানটি এলভার সবচেয়ে জনপ্রিয় ও বিখ্যাত গানগুলোর অন্যতম। গানের সুর ও কথা দারুণ সুন্দর।

এ গানে বলা হয়েছে, মনে করো জানালার বাইরে সমুদ্র চাঁদের আলোয় উজ্জ্বল হয়েছে/ভালোবাসার জন্য রাতেও আলো জ্বালানো হয়েছে/আলো জ্বলে জ্বলে শেষে অন্ধকার হয়ে গেছে/মন ভেঙ্গে গেছে, একাকিত্বের শূণ্যতায় ফিরে গেছি বার বার/কাউকে খুঁজে বের করে মনের শূণ্য স্থান পূরণ করবো?/আমরা বিশ্বের সবচেয়ে পরিচিত নবজাতকে পরিণত হবো/আমাদের ভালোবাসা এত গভীর ও তুমুল/ফলে স্বপ্ন থেকে জেগে উঠে মনের দুঃখ দূর করা যায় না/যদি প্রেমের শুরুতে মনের অনুভূতি নিয়ন্ত্রণ করতে সক্ষম হতাম/তাহলে সম্ভবত এ গভীর রাতে একা স্মৃতি আঁকড়ে থাকতাম না...।

বন্ধুরা, আমাদের পরের গানের নাম 'ভালোবাসার সঙ্গীত'। এটি একটি হাল্কা তালের গান। গানের সুর অনেক প্রাণচঞ্চল। তা শুনে মন আনন্দিত ও মশ্রিণ হয়ে ওঠে। চলুন একসাথে গানটি উপভোগ করি আমরা।

প্রিয় শ্রোতা, এলভার কন্ঠে গান শুনতে কেমন লাগছে? পছন্দ করছেন কি গানগুলো? এরপর আপনারা যে গানটি শুনবেন তার নাম 'প্রেমিক-প্রেমিকার গল্প'।

এ গানের কথা বাংলায় অনুবাদ করলে এমন হয়, প্রেমিকটি বললো সে মেয়েটিকে ভালোবাসে এবং তার পাশে থাকবে/সে মেয়েটিকে গোলাপ দেয়, এ প্রেম যেন সুন্দর গল্পের মতো/বন্ধু থেকে প্রেমিক-প্রেমিকায় পরিণত হয় তারা/মেয়েটির এখন আর একা লাগে না/ছেলেটি সত্যি মেয়েটিকে খুব ভালোবাসে/তবে কিছু দিন পর ছেলেটি অন্যদের মতো বদলে যায়/সে আগের মতো মায়ায় জড়িয়ে মেয়েটির সাথে থাকে না/ছেলেটি হয়তো অন্য মেয়ের প্রেমে পড়েছে/মেয়েটির মন ভেঙ্গে যায়, সে ছেলেটিকে ত্যাগ করে...।

বন্ধুরা, পরের গানের নাম 'আগামীর প্রেম'। গানের নাম থেকেই বোঝা যাচ্ছে গানটি প্রেমের কারণে দুঃখ পাওয়া প্রেমিকার মনের অভিব্যক্তি।

এ গানে বলা হয়েছে, কাঁন্নার দৃশ্য স্মরণ করে আকাশের দিকে তাকিয়ে উচ্চস্বরে ডেকে উঠি/সেই শীতকালে তোমাকে প্রথম ঘৃণা করেছিলাম/যদিও তখনকার মনের অনুভূতি এখন স্পষ্ট/তবে এ ঘৃণা ইতোমধ্যে দূর হয়ে গেছে/কার জন্য যেন এ মন মুগ্ধ হয়/সেই সুন্দর ও সুখকর স্মৃতি মনে করে অপেক্ষা করি/প্রেমের নির্মল ঘটনা আবার কবে ঘটবে?/দীর্ঘ রাত পেড়িয়ে ভালোবাসার আলো আসবে/আগামীর প্রেম কবে আসবে এ জীবনে/আমি তার জন্য ঝুঁকির সম্মুখীন হতেও রাজি/তবে একটু ভয়ও লাগে মনের মাঝে/যদিও অতীতের প্রেমের জন্য অশ্রু পড়েছিলো/তবে জীবনে নতুন প্রেম আসার অপেক্ষাও করি...।

বন্ধুরা, পরের গানের নাম 'u make me wanna'। এটি একটি ইংরেজী গান। গানের সুরও দারুণ সুন্দর। এমটিভিতে এ গানের সাথে এলভা মনোমুগ্ধকর ভঙ্গিতে নাচ পরিবেশন করেছেন। কথা ও সুরের কারুকাজে ব্যাপক জনপ্রিয়তা পেয়েছে গানটি। চলুন একসাথে গানটি শুনি আমরা।

শ্রোতাবন্ধুরা, সময় দ্রুত চলে যায়। গান শুনতে শুনতে আমাদের অনুষ্ঠানের সময়ও ফুরিয়ে এলো। শেষ করার আগে আমি আপনাদের জন্য আরেকটি গান প্রচার করবো। আর এই গানটির শিরোনাম 'মিস চটকদার'।

আর এ সুন্দর গানটির মধ্য দিয়েই শেষ করছি আজকের 'সুরের ধারায়' অনুষ্ঠান। আপনারা ভালো থাকুন, সুন্দর থাকুন। আবার কথা হবে। যাই চিয়ান। (সুবর্ণা/মান্না)

সংশ্লিষ্ট প্রতিবেদন
মন্তব্য
Play
Stop
ওয়েবরেডিও
বিশেষ আয়োজন
অনলাইন জরিপ
লিঙ্ক
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040