Web bengali.cri.cn   
জাপানবিরোধি যুদ্ধ জয়ের ৭৮তম বার্ষিকীতে পেইচিংয়ে প্রদর্শনীর উদ্বোধনী
  2015-07-07 19:54:37  cri
জুলাই ৭ : চীনা জাতির জাপানবিরোধী প্রতিরোধ যুদ্ধজয়ের ৭৮তম বার্ষিকীর স্মরণে 'মহান বিজয় এবং ঐতিহাসিক অবদান' শীর্ষক প্রদর্শনীর উদ্বোধন করা হয়েছে আজ (মঙ্গলবার) সকালে। পেইচিংয়ে অবস্থিত চীনা জনগণের জাপানি আক্রমন প্রতিরোধ যুদ্ধ বিষয়ক জাদুঘরে এই প্রদর্শনীর আয়োজন করা হয়।

চীনের কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কমিটির পলি ব্যুরোর স্থায়ী সদস্য লিউ ইউন শান উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত থেকে ভাষণ দেন।

ভাষণে লিউ ইউন শান বলেন, ৭৮ বছরের আগের আজকে জাপান পরিকল্পিতভাবে বিশ্ব কাঁপানো 'লুকৌছিও' ঘটনা সৃষ্টি করে এবং চীনের ওপর আগ্রাসী যুদ্ধ চালায়। জাতীয় সংকটের সম্মুখীন হয়ে চীনের কমিউনিস্ট পার্টি জাতিকে উদ্ধার করার দায়িত্ব পালন করে।

তিনি আরো বলেন, চীনা জনগণের সম্মিলিত প্রচেষ্টায় বিদেশি শত্রুদের আগ্রাসন প্রতিরোধের প্রথম বিজয় অর্জিত হয়। বিশ্বের ফ্যাসিবাদবিরোধি এই যুদ্ধে গুরুত্বপূর্ণ অবদান রাখে চীন। এই প্রদর্শনীর লক্ষ্য হলো ইতিহাসকে মনে রাখা, শহীদদের স্মরণ করা, শান্তির মূল্যায়ণ করা এবং নতুন ভবিষ্যত সৃষ্টি করা।

উল্লেখ্য, এবারের প্রদর্শনীতে মূল্যবান অনেক ছবি ও জিনিস প্রদর্শনের মাধ্যমে চীনের জাপানি আক্রমন প্রতিরোধ সম্পর্কিত উজ্জ্বল ইতিহাস এবং বিজয়ের স্মৃতি চীনা জনগণের সামনে তুলে ধরা হয়েছে। (লিলি/মান্না)

সংশ্লিষ্ট প্রতিবেদন
মন্তব্য
Play
Stop
ওয়েবরেডিও
বিশেষ আয়োজন
অনলাইন জরিপ
লিঙ্ক
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040