Web bengali.cri.cn   
বাংলাদেশে বেড়েছে রপ্তানি আয়, তবে লক্ষ্য অর্জিত হয়নি
  2015-07-07 19:31:25  cri

জুলাই ৭: বাংলাদেশে বেড়েছে রপ্তানি আয়। প্রায় সাড়ে তিন শতাংশ বেড়ে গত অর্থবছর রপ্তানি আয় তিন হাজার ১২০ কোটি ডলারে দাঁড়িয়েছে। তবে এই অংক লক্ষ্যমাত্রার চেয়ে ৬ দশমিক ৪১ শতাংশ কম।তবে লক্ষ্যমাত্রা অর্জন হয়নি।

রপ্তানি আয় কম হবার কারণ হলো, আমেরিকাসহ সব দেশের ক্রেতাদের দাম কমানো এবং ইউরো এবং রুবলের দরপতন। খবর বিডি নিউজের।

রপ্তানি প্রক্রিয়াজাতকরণ ব্যুরো বা ইপিবির তথ্য অনুযায়ী, ৩০ জুন শেষ হওয়া ২০১৪-১৫ অর্থবছরে রপ্তানি আয়ের লক্ষ্যমাত্রা ধরা হয়েছিল তিন হাজার ৩২০ কোটি ডলার। এর বিপরীতে আয় হয়েছে কম। এর মধ্যে তৈরি পোশাক রপ্তানি থেকেই এসেছে প্রায় ৮২ শতাংশ।

২০১৩-১৪ অর্থবছরে বিভিন্ন দেশে পণ্য রপ্তানি করে বাংলাদেশ আগের বছরের চেয়ে ১১ দশমিক ৬৯ শতাংশ বেশি আয় করেছিল।

রপ্তানি বাড়ায় কেন্দ্রীয় ব্যাংকের বিদেশি মুদ্রার সঞ্চয়নও (রিজার্ভ) বেড়েছে বলে জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের ফরেক্স রিজার্ভ এন্ড ট্রেজারি ম্যানেজমেন্ট বিভাগ। সোমবার দিন শেষে রিজার্ভের পরিমাণ ছিল ২৫ দশমিক ১৩ বিলিয়ন ডলার।প্রবাসীদের পাঠানো রেমিটেন্স রিজার্ভ বৃদ্ধিতে অবদান রেখেছে। ২০১৪-১৫ অর্থবছরে রেমিটেন্স বেড়েছে ৭ দশমিক ৩ শতাংশ। (তৌহিদ)

মন্তব্য
Play
Stop
ওয়েবরেডিও
বিশেষ আয়োজন
অনলাইন জরিপ
লিঙ্ক
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040