Web bengali.cri.cn   
উজবেক প্রেসিডেন্ট ও নরেন্দ্র মোদির সাক্ষাত
  2015-07-07 18:49:04  cri

জুলাই ৭ : সোমবার উজবেকিস্তানের প্রেসিডেন্ট ইসলাম কারিমোভ ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি দেশটির রাজধানী তাশখন্দে সাক্ষাত করেছেন। দু'পক্ষ দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নত করা, রাজনীতি, আর্থ-বাণিজ্য, পুঁজি বিনিয়োগ এবং দক্ষ জনশক্তি বিনিময়সহ বিভিন্ন খাতের সহযোগিতা জোরদার করার বিষয়ে মত বিনিময় করেছেন। এছাড়া অন্যান্য আঞ্চলিক ও আন্তর্জাতিক ইস্যু নিয়েও আলোচনা হন।

এ সময় ইসলাম কারিমোভ বলেন, ভারতের প্রধানমন্ত্রীর উজবেকিস্তান সফর দু'দেশের ঐতিহ্যিক মৈত্রী নতুন সময়পর্বে প্রবেশের প্রতীক।

নরেন্দ্র মোদি বলেন, মধ্য এশিয়ায় দেশ উজবেকিস্তান ভারতের সবচেয়ে গুরুত্বপূর্ণ ও আস্থাবান অংশীদারদের অন্যতম। তার এ সফর দু'দেশের সম্পর্ককে আরো উন্নত করবে বলে আশা প্রকাশ করেন তিনি।

আর্থ-বাণিজ্যিক সহযোগিতা দু'পক্ষের বৈঠকের গুরুত্বপূর্ণ বিষয়ের অন্যতম। ভবিষ্যতে দু'দেশের বাণিজ্যিক পরিমাণ বাড়ানো এবং বাণিজ্যিক পণ্যদ্রব্যের ধারণা বাড়ানো হবে। এর মাধ্যমে দু'দেশের শিল্পপ্রতিষ্ঠানের মধ্যে সরাসরি নানা আদান-প্রদানের সুযোগ গড়ে তোলা হবে বলেও একমত হয়েছেন দুই নেতা। (সুবর্ণা/মান্না)

সংশ্লিষ্ট প্রতিবেদন
মন্তব্য
Play
Stop
ওয়েবরেডিও
বিশেষ আয়োজন
অনলাইন জরিপ
লিঙ্ক
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040