Web bengali.cri.cn   
আইএস নির্মূলে ফরাসি-মার্কিন দীর্ঘমেয়াদি সহযোগিতা প্রয়োজন: প্রতিরক্ষামন্ত্রীদের বৈঠকে ঐকমত্য
  2015-07-07 18:25:42  cri
জুলাই ৭: ইরাক ও সিরিয়ার চরমপন্থী সংগঠন আইএস নির্মূলে যুক্তরাষ্ট্র ও ফ্রান্সের মধ্যে টেকসই ও দীর্ঘমেয়াদি সহযোগিতা প্রয়োজন হবে। গতকাল (সোমবার) ওয়াশিংটনে এক বৈঠক শেষে সাংবাদিকদের এ কথা বলেন মার্কিন প্রতিরক্ষামন্ত্রী অ্যাশটন কার্টার এবং ফরাসি প্রতিরক্ষামন্ত্রী জাঁ-আইভি লা ড্রাইয়া।

মার্কিন প্রতিরক্ষামন্ত্রী বলেন, ফ্রান্স ইতোমধ্যেই বিমানবাহী রণতরী শাল দ্য গল পাঠিয়ে আন্তর্জাতিক কোয়ালিশনের আইএস-বিরোধী বিমান হামলায় সাহায্য করেছে। ফরাসি যুদ্ধবিমানগুলো হামলায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে বলেও তিনি উল্লেখ করেন।

এসময় ফরাসি প্রতিরক্ষামন্ত্রী আইএস-কে একটি 'ভয়াবহ সামরিক শক্তি' আখ্যায়িত করে বলেন, এ জঙ্গি গোষ্ঠীকে দমন করতে আন্তর্জাতিক সম্প্রদায়ের সকল শক্তি সমন্বয় করতে হবে। (সুবর্ণা/আলিম)

সংশ্লিষ্ট প্রতিবেদন
মন্তব্য
Play
Stop
ওয়েবরেডিও
বিশেষ আয়োজন
অনলাইন জরিপ
লিঙ্ক
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040