Web bengali.cri.cn   
সহস্রাব্দ উন্নয়ন কর্মসূচির লক্ষণীয় সাফল্য অর্জিত হয়েছে: বান কি-মুন
  2015-07-07 15:21:04  cri

জুলাই ৭: জাতিসংঘ মহাসচিব বান কি-মুন গতকাল (সোমবার) বলেছেন, সহস্রাব্দ উন্নয়ন কর্মসূচি মানুষের জীবনমান উন্নয়নে লক্ষণীয় সাফল্য অর্জন করেছে। তবে, দরিদ্র ও আহত মানুষের সাহায্যে আন্তর্জাতিক সমাজের জোর প্রচেষ্টা চালানো উচিত।

এদিন নরওয়ের রাজধানী অসলোতে শিক্ষার মাধ্যমে উন্নয়ন বিষয়ক এক সম্মেলনে উপস্থিত ছিলেন বান কি-মুন। এ সময় দেশটির প্রধানমন্ত্রী এর্না বোলবের্গ এবং রুয়ান্ডার প্রেসিডেন্ট পৌল কাগামে যৌথভাবে 'জাতিসংঘের সহস্রাব্দ উন্নয়ন রিপোর্ট-২০১৫' ফলাফল প্রকাশ করেন। বান কি-মুন বলেন, সহস্রাব্দ উন্নয়ন লক্ষ্যমাত্রার অর্জিত ফলাফল সারা বিশ্বের জন্য। তিনি বলেন, পাশাপাশি "আমরা স্পষ্টভাবে জানি, আরও কি কি লক্ষ্য বাস্তবায়িত হয়নি।"

প্রকাশিত রিপোর্ট অনুযায়ী, বিশ্বে চরম দারিদ্র্য কবলিত জনসংখ্যার হার গত ২০ বছরের তুলনায় অনেক কমেছে। ১৯৯০ সালে দরিদ্র জনসংখ্যা ছিল ১৯০ কোটি। ২০১৫ সালে তা কমে ৮৩ কোটি ৬০ লাখ হয়েছে। পানীয় জল ও জনসংখ্যার অনুপাত ১৯৯০ সালের তুলনায় ২০১৫ সালে এসে বেড়েছে।

রিপোর্টে আরো বলা হয়েছে, সহস্রাব্দ উন্নয়ন কর্মসূচি অনেক গুরুত্বপূর্ণ বিষয়ে সফল হলেও বিভিন্ন অঞ্চল ও দেশের উন্নয়নে ভারসাম্য প্রতিষ্ঠিত হয়নি। এখনও অনেক মানুষ যথেষ্ট সাহায্য পায়নি। লিঙ্গ বৈষম্য আছে, ধনী-গরীব এবং শহর ও গ্রামাঞ্চলের ব্যবধান আরো বাড়ছে। জলবায়ু পরিবর্তন ও পরিবেশ বিপর্যয় উন্নয়নের বাধা হয়ে দাঁড়িয়েছে। সশস্ত্র সংঘর্ষ এখনো মানবজাতির উন্নয়নে সবচেয়ে বড় হুমকি বলে রিপোর্টে উল্লেখ করা হয়।

(ইয়ু/তৌহিদ)

মন্তব্য
Play
Stop
ওয়েবরেডিও
বিশেষ আয়োজন
অনলাইন জরিপ
লিঙ্ক
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040