Web bengali.cri.cn   
মধ্য এশিয়া সফরে নরেন্দ্র মোদি; অংশ নেবেন ব্রিকস ও শাংহাই সহযোগিতা সংস্থার সম্মেলনে
  2015-07-07 14:05:49  cri

জুলাই ৭: মধ্য এশিয়ার পাঁচটি দেশ সফর করছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। গতকাল (সোমবার) উজবেকিস্তান পৌঁছেছেন তিনি। সেখান থেকে কাজাখস্তানে যাবেন প্রধানমন্ত্রী। রাশিয়ার উফা শহরে ব্রিকসের সপ্তম শীর্ষ সম্মেলন ও শাংহাই সহযোগিতা সংস্থার ১৫তম সম্মেলনে অংশে নেবেন তিনি। এরপর তুর্কমেনিস্তান, কিরগিজস্তান ও তাজিকিস্তানে সফর করবেন ভারতের প্রধানমন্ত্রী।

১৯৯১ সালে মধ্য এশিয়ার দেশগুলো স্বাধীনতা পাওয়ার পর প্রথমবারের মতো ভারতের প্রধানমন্ত্রী টানা পাঁচ দিন এ অঞ্চলের দেশগুলো সফর করবেন। বিশ্লেষকরা মনে করছেন, ইতিহাস, ঐতিহ্য এবং ভৌগোলিক রাজনৈতিক বিবেচনায় এ সফর করছেন মোদি।

কোনো কোনো বিশ্লেষণে বলা হয়েছে, শাংহাই সহযোগিতা সংস্থায় যোগ দিতেই মোদির এ সফর। ওই পাঁচটি দেশের মধ্যে ৪টিই শাংহাই সহযোগিতা সংস্থার সদস্য দেশ। চীনের উপ-পররাষ্ট্রমন্ত্রী ছেং কুও পিং গতকাল (সোমবার) জানিয়েছেন, পাকিস্তান ও ভারতের শাংহাই সহযোগিতা সংস্থায় যোগ দেয়ার প্রক্রিয়ার মাধ্যমে উফা শীর্ষ সম্মেলন শুরু হবে।

(শিশির/তৌহিদ)

সংশ্লিষ্ট প্রতিবেদন
মন্তব্য
Play
Stop
ওয়েবরেডিও
বিশেষ আয়োজন
অনলাইন জরিপ
লিঙ্ক
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040