Web bengali.cri.cn   
ব্রিক্স ব্যাংক এবং এর প্রথম প্রেসিডেন্ট
  2015-07-06 16:59:58  cri


ব্রিক্স ব্যাংকের প্রেসিডেন্টের কথা উল্লেখ করার আগে প্রথমে এ ব্যাংক সংশ্লিষ্ট কিছু তথ্য আপনাদের জানাতে চাই। আসলে ব্রিক্স ব্যাংক কি, এ সংস্থার দায়িত্বই বা কি?

হ্যাঁ, ব্রিক্স হলো পাঁচটি গুরুত্বপূর্ণ রাষ্ট্র যেমন ব্রাজিল, রাশিয়া, ভারত, চীন এবং দক্ষিণ আফ্রিকার আদ্যক্ষরের সমন্বয়ে নামকরণকৃত উদীয়মান জাতীয় অর্থনীতির একটি সংস্থা। মূলত ২০১০ সালে দক্ষিণ আফ্রিকা অর্ন্তভুক্ত হবার পূর্বে এই সংস্থাটি 'ব্রিক' নামে পরিচিত ছিল।

ব্রিক্সে অন্তর্ভুক্ত সকল রাষ্ট্র উন্নয়নশীল অথবা সদ্য শিল্পোন্নত, কিন্তু তাদের বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে উচ্চ অর্থনৈতিক প্রবৃদ্ধি এবং আঞ্চলিক ও আন্তর্জাতিক ঘটনাবলীর উপর উল্লেখযোগ্য প্রভাব।

পাঁচটি রাষ্ট্রই জি-২০-এর সদস্য। ২০১০ সাল থেকে, ব্রিক্স রাষ্ট্রসমূহ প্রতিবছর আনুষ্ঠানিক সম্মেলনে মিলিত হয়। বর্তমানে রাশিয়া ব্রিক্সের প্রধান হিসেবে কাজ করছে। ২০১৫ সালের জুলাই মাসে ব্রিক্সের সপ্তম সম্মেলন অনুষ্ঠিত হবে।

২০১৪ সালের হিসেবে, ব্রিক্সের পাঁচ সদস্য রাষ্ট্র প্রায় ৩ বিলিয়ন মানুষের প্রতিনিধিত্ব করে, যা বিশ্বের মোট জনসংখ্যার প্রায় ৪০ শতাংশ। পাঁচটি রাষ্ট্রের সম্মিলিত জিডিপি ১৬.০৩৯ ট্রিলিয়ন ইউএস ডলার, যা মোট বিশ্ব পণ্যের প্রায় ২০ শতাংশের সমতুল্য এবং মার্কিন মিলিত বৈদেশিক মুদ্রার রিজার্ভের আনুমানিক ৪ ট্রিলিয়ন ইউএস ডলার। ব্রিক্স বিভিন্ন মন্তব্যকারী কর্তৃক প্রশংসিত এবং সমালোচিত হয়েছে।

ব্রাজিল, রাশিয়া, ভারত, চীন ও দক্ষিণ আফ্রিকার উদ্যোগে গঠিত ব্রিক্স ব্যাংকের প্রথম প্রেসিডেন্ট হিসেবে নিয়োগ পেয়েছেন ভারতের কে ভি কামাথ। তিনি পাঁচ বছরের জন্য নির্বাচিত হয়েছেন।

বর্তমানে কামাথ ভারতের বেসরকারি খাতের সবচেয়ে বড় ব্যাংক আইসিআইসিআইয়ের নন-এক্সিকিউটিভ চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন। এর আগে ২০০৯ সালের এপ্রিল পর্যন্ত তিনি ব্যাংকটির প্রধান নির্বাহী কর্মকর্তা ও ব্যবস্থাপনা পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেন।

চীনের অর্থনৈতিক কর্মকাণ্ডের প্রাণকেন্দ্র শাংহাইয়ে ব্রিক্স ব্যাংকের সদর দপ্তর স্থাপনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। প্রথম পাঁচ বছর ব্রিক্সের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করবে ভারত। এর পরে সভাপতির দায়িত্ব পালন করবে যথাক্রমে ব্রাজিল ও রাশিয়া। ভারতের প্রধান সব গণমাধ্যমে কামাথের এ নিয়োগের খবরটি প্রচার করা হয়েছে।

৬৭ বছর বয়সী কামাথ যন্ত্র প্রকৌশলে স্নাতক সম্পন্ন করে ইন্ডিয়ান ইন্সটিটিউট অব ম্যানেজমেন্ট (আইআইএম) আহমেদাবাদ থেকে ব্যবস্থাপনা বিষয়ে উচ্চতর ডিগ্রি নেন। এশীয় উন্নয়ন ব্যাংকেও (এডিবি) গুরুত্বপূর্ণ পদে কাজ করেছেন তিনি। ২০০৮ সালে ভারত সরকার তাকে পদ্মভূষণ পদক দেয়। গত বছরের নভেম্বরে ব্রাজিলের ফোর্তালেজা শহরে ব্রিক্সভুক্ত দেশগুলোর শীর্ষ নেতাদের বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়, অবকাঠামোগত উন্নয়ন প্রকল্পে অর্থায়নে কাজ করবে ব্রিক্স ব্যাংক।

তাহলে ব্রিক্স ব্যাংকের প্রেসিডেন্ট কিভাবে নির্বাচিত হন? হ্যাঁ, নিয়ম অনুযায়ী ব্রিক্স ব্যাংকের প্রেসিডেন্ট প্রতিষ্ঠাতা দেশগুলো ব্রাজিল, রাশিয়া, ভারত, চীন ও দক্ষিণ আফ্রিকা থেকে পালাক্রমিকভাবে নির্বাচিত হয়। প্রেসিডেন্ট ছাড়া প্রতিটি প্রতিষ্ঠাতা দেশের মধ্য থেকে অন্তত একজন ভাইস প্রেসিডেন্ট বাছাই করা হয়। প্রেসিডেন্ট ও ভাইস প্রেসিডেন্টের মেয়াদ পাঁচ বছর। তবে প্রথম মেয়াদের ভাইস প্রেসিডেন্টের মেয়াদ ৬ বছর। চলতি মাসে ব্রিক্স দেশগুলোর শীর্ষসম্মেলন অনুষ্ঠিত হবে। তখন ব্রিক্স ব্যাংক প্রথমবারের মত রাশিয়ায় নির্বাহী পরিষদের সম্মেলন আয়োজন করবে এবং তখন আনুষ্ঠানিকভাবে প্রেসিডেন্ট ও ভাইস প্রেসিডেন্ট নিযুক্ত করা হবে।

পশ্চিমা বিশ্ব নিয়ন্ত্রিত আর্থিক প্রতিষ্ঠানগুলোর একচ্ছত্র দাপট কমাতে ব্রিক্স ব্যাংক কার্যকর ভূমিকা পালন করবে বলে আশা করছেন এর উদ্যোক্তারা। নতুন এই ব্যাংকটির রিজার্ভের পরিমাণ হবে ১০ হাজার কোটি মার্কিন ডলার। এই ব্যাংকে কোন দেশ কি পরিমাণ চাঁদা দেবে, সেটা নিয়ে মতপার্থক্য ছিল। অর্থনীতির শক্তি অনুযায়ী চাঁদার পরিমাণ নির্ধারণের প্রস্তাব ছিলো চীনের। শেষ পর্যন্ত প্রতিষ্ঠাতা পাঁচটি দেশই সমানভাবে চাঁদা দেওয়ার সিদ্ধান্ত নেয়। (ফেইফেই/টুটুল)

সংশ্লিষ্ট প্রতিবেদন
মন্তব্য
Play
Stop
ওয়েবরেডিও
বিশেষ আয়োজন
অনলাইন জরিপ
লিঙ্ক
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040