Web bengali.cri.cn   
চীনের পুঁজি বাজারের সুষ্ঠু ও স্থিতিশীল উন্নয়ন হচ্ছে: সিনহুয়া
  2015-07-06 15:03:27  cri

জুন ৬: চীনের পুঁজি বাজারের সুষ্ঠু ও স্থিতিশীল উন্নতি হচ্ছে এবং বাজারের ওপর আস্থা ক্রমেই বাড়ছে বলে এক নিবন্ধে উল্লেখ করেছে সিনহুয়া বার্তা সংস্থা। এতে বলা হয়েছে, সম্প্রতি চীনের পুঁজি বাজারে ব্যাপক ওঠানামা হয়েছে। এমন কি বাজার নিয়ে কিছু আশঙ্কাও দেখা দিয়েছিল। তবে সম্প্রতি পুঁজি বাজার ঢেলে সাজানোর পর ঝুঁকির মাত্রা কমেছে এবং দিন দিন তা স্থিতিশীল হয়ে উঠছে। অর্থনৈতিক সূচক উপরের দিকে যাচ্ছে। যথেষ্ট পরিমাণ অর্থের বিনিয়োগ থাকায় বাজার স্থিতিশীলতা ফিরে পেয়েছে। এজন্য বেশ কিছু সুবিধাজনক ও কল্যাণকর ব্যবস্থা চালু করা হয়েছে বলেও প্রবন্ধে উল্লেখ করা হয়।

আগের দ্রুত প্রবৃদ্ধি এবং লেভারেজ বা ঋণ সুবিধা কমানো চলতি বছর বাজারে দ্রুত সূচক পতনের কারণ বলে বিশ্লেষণে দেখা গেছে। বর্তমানে শাংহাই ও শেনচেন পুঁজি বাজারে সূচক ৩০০ তে দাঁড়িয়েছে। পাশাপাশি গড় মুনাফা হলো ১৫ গুণ। শাংহাই শেয়ার বাজারের সূচক ৫০ যা ১২ গুণ বেড়েছে, মাঝারি ও ক্ষুদ্র শিল্পপ্রতিষ্ঠান শেয়ারের মূল্য ৫৬ গুণ, জে.ই.এম শেয়ার মূল্য ৯৩ গুণ হয়েছে।

পুঁজি বাজার তার নিজস্ব নিয়মেই ওঠানামা করে। সূচক পতনের সময় আতঙ্কগ্রস্ত হয়ে শেয়ার বিক্রি করা এবং বাড়ার সময় অযৌক্তিকভাবে শেয়ার কেনা বিপদজনক। শেয়ার বাজারের দ্রুত পতন বাজার কর্তৃপক্ষের যথেষ্ট দৃষ্টি আকর্ষণ করেছে। বাজার তত্ত্বাবধান কর্তৃপক্ষ ও বাজার সংশ্লিষ্ট বিভিন্ন পক্ষ সেখানে স্থিতিশীলতা ফেরানোর জন্য যথাসাধ্য চেষ্টা করছেন।

নিঃসন্দেহে চীনের অর্থনীতির নয়া যাত্রায় পুঁজি বাজার গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। চীনের অর্থনীতিতে দীর্ঘমেয়াদি মধ্য ও উচ্চ গতির প্রবৃদ্ধি বজায় রাখতে হলে আরো উন্মুক্ত, সচ্ছল, দীর্ঘমেয়াদে স্থিতিশীল ও সুস্থ বিকাশমান পরিবেশ বজায় রাখা দরকার।

(ইয়ু/তৌহিদ)

সংশ্লিষ্ট প্রতিবেদন
মন্তব্য
Play
Stop
ওয়েবরেডিও
বিশেষ আয়োজন
অনলাইন জরিপ
লিঙ্ক
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040