Web bengali.cri.cn   
মিলান বিশ্বমেলার চীন প্যাভিলিয়নে 'ইউন নান দিবস'-এর অনুষ্ঠান
  2015-07-05 17:48:31  cri

জুলাই ৫: গতকাল (শনিবার) সকালে মিলান বিশ্বমেলায় চীনের প্যাভিলিয়নে 'ইউন নান দিবস'-এর অনুষ্ঠান আয়োজন করা হয়। এতে অংশ নেন ইউন নান প্রদেশের উপ-গভর্নর লি চিয়াং এবং মিলানে নিযুক্ত চীনের কন্সাল জেনারেল ওয়াং তোং।

অনুষ্ঠানে লি চিয়াং বলেন, ইউন নানের প্রাকৃতিক দৃশ্য অনেক সুন্দর। ২০১৪ সালে ৫৩ লাখ ১০ হাজার দেশি-বিদেশি পর্যটক ইউন নান ভ্রমণ করেছেন বলেও তিনি উল্লেখ করেন।

এসময় কন্সাল জেনারেল ওয়াং তোং বলেন, ইউন নান প্রদেশের রাজধানী খুন মিং প্রাচীন রেশমপথের একটি গুরুত্বপূর্ণ অংশ ছিল এবং এ রেশমপথ ইতালি পর্যন্ত পৌঁছেছিল। তিনি আশা করেন, মিলান বিশ্বমেলায় চীনের প্যাভিলিয়ন ইউন নান প্রদেশ ও ইতালির মধ্যে সংযোগসেতু হিসেবে কাজ করবে। (লিলি/আলিম)

সংশ্লিষ্ট প্রতিবেদন
মন্তব্য
Play
Stop
ওয়েবরেডিও
বিশেষ আয়োজন
অনলাইন জরিপ
লিঙ্ক
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040