Web bengali.cri.cn   
'তোমাকে কি কোলে বসাতে পারি?'
  2015-07-05 18:32:52  cri

এ অনুষ্ঠানে শুনবেন মূলত চীনের ধ্রুপদি সঙ্গীত বা ক্লাসিক্যাল মিউজিক। আশা করি, সবাই পছন্দ করবেন। আচ্ছা, তাহলে শুনুন আজকের প্রথম গান। গানের নাম 'ওয়ে খে ই পাও নি মা' অর্থাত্ 'তোমাকে কি কোলে বসাতে পারি?' চীনের তাইওয়ানের বিখ্যাত গায়িকা চাং হুই মেই এই গানটি গেয়েছেন। ১৯৭২ সালের ৯ আগস্ট চাং হুই মেই জন্মগ্রহণ করেন। আচ্ছা, তাহলে আর কথা নয়; শুনুন জনপ্রিয় এই গানটি।

আচ্ছা, প্রিয় বন্ধু, গানটি আপনার কেমন লাগলো? আশা করি, ভাল লেগেছে। এখন আরেকটি সুন্দর গান শোনাবো শ্রোতাদের। গানের নাম হলো 'নি তে রৌ ছিং ওয়ে ইয়ুং ইউয়ান বু তুং' অর্থাত্ 'তোমার ভালোবাসা আমি কোনোদিন বুঝতে পারিনি'। এটি একটি প্রেমের গান। চীনের প্রয়াত গায়িকা ছেন লিন এ গানটি গেয়েছেন। ছেন লিন চীনের সি ছুয়ান প্রদেশের ছুং ছিংয়ের অধিবাসী। আচ্ছা,শুনুন তাহলে গানটি।

আচ্ছা, এখন আমি আমার পছন্দের একটি গান শোনাবো। আশা করি, সবার ভালো লাগবে। গানের নাম 'থুং চুও তে নি'। অর্থাত 'এক টেবিলে আমরা দু'জন'। চীনের বিখ্যাত গায়ক লাও লাং এই গানটি গেয়েছেন। আসলে লাও লাং হচ্ছে তাঁর শিল্পী নাম। তাঁর আসল নাম হচ্ছে ওয়াং ইয়াং । ১৯৬৮ সালে ওয়াং ইয়াং জন্মগ্রহণ করেন। ছোটবেলা থেকেই তিনি গান গাইতে পছন্দ করতেন। আচ্ছা, আর বেশি কথা বলবো না। শুনুন তাহলে গানটি।

প্রিয় শ্রোতা, শুনচ্ছেন পেইচিং থেকে প্রচারিত চীন আন্তর্জাতিক বেতারের বাংলা অনুষ্ঠান। সঙ্গে আছি আমি ওয়াং হাইমান উর্মি। চীনের গান কেমন লাগছে জানিয়ে আমাকে চিঠি লিখতে ভুলবেন না। আমাদের বাংলা বিভাগের ই-মেইল ঠিকানা হলো ben@cri.com.cn আপনি সরাসরি আমার নিজস্ব ই-মেইল ঠিকানাতেও চিঠি লিখতে পারেন। আমার ই-মেইল ঠিকানো হলো wanghaiman@cri.com.cn আমার বিশ্বাস, চীনা ভাষা বুঝতে না-পারলেও, আপনারা গানের সুর পছন্দ করছেন। আচ্ছা, এখন শুনুন আরেকটি সুন্দর গান। গানের নাম 'ইন সিং তে ছি পাং'। অর্থাত 'আমার গুপ্ত পাখা'। চীনের তাইওয়ানের বিখ্যাত ও সুন্দরী গায়িকা চাং শোও হান এ গানটি গেয়েছেন। শুনুন তাহলে গানটি।

আচ্ছা, প্রিয় শ্রোতা, গানটি আপনার কেমন লাগলো? আশা করি, ভাল লেগেছে। এখন আমরা শুনবো চীনের বিশ্ববিদ্যালয় জীবন নিয়ে গাওয়া একটি সুন্দর গান। গানের নাম 'ই শেং ইয়ৌ নি'। অর্থাত 'আমার জীবনে তুমি আছ'। চীনের বিখ্যাত গায়ক শুই মু নিয়ান হুয়া এ গানটি গেয়েছেন। শুনুন তাহলে গানটি।

এখন আমি আপনাদেরকে শোনাবো আরেকটি সুন্দর আধুনিক প্রেমের গান। গানের নাম 'থা লাং' অর্থাত 'ঢেউ'। চীনের তাইওয়ানের বিখ্যাত গায়িকা সু হুয়াই ইয়ু এ গানটি গেয়েছেন। শুনুন তাহলে গানটি।

প্রিয় শ্রোতা, শুনছেন পেইচিং থেকে প্রচারিত চীন আন্তর্জাতিক বেতারের বাংলা অনুষ্ঠান। সঙ্গে আছি আমি ওয়াং হাইমান উর্মি। এখন আমরা আরেকটি প্রেমের গান শুনবো। গানের নাম 'ছিয়ান নিয়ান তেং ই হুই'। অর্থাত 'হাজার বছর শুধু তোমার অপেক্ষায়'। চীনের তাইওয়ানের বিখ্যাত গায়িকা কাও শেং মেই গানটি গেয়েছেন। শুনুন তাহলে গানটি।

সুপ্রিয় শ্রোতা, দেখতে দেখতে সময় ফুরিয়ে এল। আজকের 'সঙ্গীতমালা' এখানেই শেষ করতে হচ্ছে। অনুষ্ঠান সম্পর্কে আপনার মতামত আমাকে জানাতে ভুলবেন না। আপনার মূল্যবান মতামত অনুষ্ঠানকে আরো সমৃদ্ধ ও হৃদয়গ্রাহী করে তুলতে সাহায্য করবে। আপনার সুচিন্তিত ও পর্যালোচনামূলক মতামতের প্রত্যাশায় রইলাম।

সংশ্লিষ্ট প্রতিবেদন
মন্তব্য
Play
Stop
ওয়েবরেডিও
বিশেষ আয়োজন
অনলাইন জরিপ
লিঙ্ক
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040