Web bengali.cri.cn   
ইরানের পরমাণু চুক্তির স্বাক্ষর আন্তর্জাতিক সমস্যা সমাধানের দৃষ্টান্তে পরিণত হবে: চীনা পররাষ্ট্রমন্ত্রী
  2015-07-03 19:02:15  cri
জুলাই ৩: চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই বলেছেন, ইরানের পরমাণু চুক্তির স্বাক্ষর আন্তর্জাতিক সমস্যা সমাধানের দৃষ্টান্তে পরিণত হবে।

গতকাল (বৃহস্পতিবার) জেনিভায় ইরানের পরমাণু বিষয়ক আলোচনার অবকাশে ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্র নীতি বিষয়ক প্রধান ফেডেরিকা মোগারিনির সঙ্গে সাক্ষাতে একথা বলেন তিনি।

ওয়াং ই বলেন, চীনের প্রধানমন্ত্রী লি খ্য ছিয়াং সম্প্রতি ব্রাসেলসে ইইউ'র নেতাদের সঙ্গে সাফল্যের সঙ্গে ১৭তম বৈঠক করেছেন, যা দু'পক্ষের সম্পর্কের উন্নয়নে নতুন শক্তি এনে দিয়েছে। চীন ইইউ'র সঙ্গে আন্তর্জাতিক উত্পাদন ক্ষেত্রে সহযোগিতা করতে আগ্রহী, যাতে বিশ্বের অর্থনীতির প্রবৃদ্ধিতে নিজ ভূমিকা পালন করা যায়।

মোগারিনি বলেন, চীন-ইইউ'র এবারের নেতৃপর্যায়ের সম্মেলনে ধারাবাহিক গুরুত্বপূর্ণ সাফল্য অর্জিত হয়েছে, যা দু'পক্ষের সম্পর্কের উন্নয়নের জন্যও অনেক সহায়ক। (শুয়েই/টুটুল)

সংশ্লিষ্ট প্রতিবেদন
মন্তব্য
Play
Stop
ওয়েবরেডিও
বিশেষ আয়োজন
অনলাইন জরিপ
লিঙ্ক
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040