Web bengali.cri.cn   
সিন চিয়াংয়ের ভূমিকম্পে ৪মাত্রার জরুরি মোকাবিলা ব্যবস্থা চালু করেছে চীন সরকার
  2015-07-03 18:20:34  cri
জুলাই ৩: সিন চিয়াং উইগুর স্বায়ত্তশাসিত অঞ্চলের ভূমিকম্প মোকাবিলায় চীনের দুর্যোগ মোকাবিলা কমিটি এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয় আজ (শুক্রবার) বেলা সাড়ে ১১টায় ৪ মাত্রার জরুরি মোকাবিলা ব্যবস্থা চালু করার সিদ্ধান্ত নিয়েছে।

এছাড়া, সিন চিয়াংয়ের ইলি'তে বন্যা কবলিত এলাকা পরিদর্শনকারী কর্মগ্রুপ এ খবর পেয়ে অবিলম্বে ভূমিকম্প দুর্গত অঞ্চলে সাহায্য করতে শুরু করেছে।

অঞ্চলটির স্বরাষ্ট্র বিভাগের প্রাথমিক পরিসংখ্যান অনুযায়ী, এ ভূমিকম্পে আজ (শুক্রবার) সকাল ১১টা পর্যন্ত ৬জন নিহত এবং ৩ হাজার বাড়িঘর বিধ্বস্ত হয়েছে। সিন চিয়াংয়ের দু'টি কর্মগ্রুপ ১ হাজার তাবু নিয়ে দুর্গত এলাকায় পৌঁছেছে।

অন্য খবরে জানা গেছে, চীনের লানচৌ সামরিক অঞ্চলের ৫০০ সৈন্যকে ভূমিকম্প কবলিত এলাকায় সাহায্য করার জন্য পাঠানো হয়েছে।

উল্লেখ্য, চীনের সিন চিয়াং উইগুর স্বায়ত্তশাসিত অঞ্চলের হো থিয়েন এলাকার পি শানে আজ (শুক্রবার) পেইচিং সময় সকাল ৯টা ৭ মিনিটে রিখ্টার স্কেলে ৬.৫ মাত্রার ভূমিকম্প আঘাত হানে। (স্বর্ণা/টুটুল)

সংশ্লিষ্ট প্রতিবেদন
মন্তব্য
Play
Stop
ওয়েবরেডিও
বিশেষ আয়োজন
অনলাইন জরিপ
লিঙ্ক
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040