Web bengali.cri.cn   
নির্বাচন কমিশনের প্রকল্প থেকে সরে গেলো জাতিসংঘ
  2015-07-03 16:50:27  cri
জুলাই ৩: মেয়াদ শেষ হওয়ার আট মাস আগেই বাংলাদেশে 'নির্বাচন ব্যবস্থাপনা শক্তিশালীকরণ প্রকল্প' থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছে জাতিসংঘ। সংস্থাটি জানিয়েছে, দাতারা অর্থযোগান বন্ধ করে দেয়ায় এ সিদ্ধান্ত নেয়া হয়েছে। ২০১২ সালের এপ্রিল থেকে এ প্রকল্পে তহবিল জোগান দিয়ে আসছিল ইউরোপীয় ইউনিয়ন, যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্র। সাম্প্রতিক অনুষ্ঠিত নির্বাচনগুলো নিয়ে এসব দেশ ও রাষ্ট্রজোট অসন্তোষ প্রকাশ করে আসছে। খবর বাংলাদেশের গণমাধ্যমের।

ব্রিটিশ হাই কমিশনার রবার্ট গিবসন সম্প্রতি এক অনুষ্ঠানে তিনটি সিটি নির্বাচনে অনিয়মের আভিযোগ তদন্ত না হওয়াকে 'লজ্জাজনক' বলে মন্তব্য করেন। এছাড়া ৫ই জানুয়ারির নির্বাচন নিয়ে জাতিসংঘ, ইউরোপীয় ইউনিয়ন, যুক্তরাষ্ট্রসহ বিভিন্ন দেশ নেতিবাচক প্রতিক্রিয়া ব্যক্ত করে আসছে। বৃহস্পতিবার ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত বার্নিকাট জানিয়েছেন ওই নির্বাচন নিয়ে যুক্তরাষ্ট্রের অবস্থান অপরিবর্তিত রয়েছে। (তৌহিদ)

সংশ্লিষ্ট প্রতিবেদন
মন্তব্য
Play
Stop
ওয়েবরেডিও
বিশেষ আয়োজন
অনলাইন জরিপ
লিঙ্ক
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040