Web bengali.cri.cn   
ব্রিকস সদস্য দেশের দীর্ঘমেয়াদি উন্নয়ন কৌশল গৃহীত
  2015-07-03 15:54:12  cri

জুলাই ৩: ব্রিকস সদস্য রাষ্ট্রের জন্য দীর্ঘমেয়াদি উন্নয়ন কৌশল গৃহীত হয়েছে। রুশ পররাষ্ট্রমন্ত্রী সারগেই লাভরভ গতকাল (বৃহস্পতিবার) এ কথা জানিয়েছেন।

এদিন ব্রিকস জোটভুক্ত দেশের যুব ফোরামে লাভরভ বলেন, বর্তমানে ব্রিকস দেশগুলোর আর্থিক উন্নয়ন ব্যাংক এবং বৈদেশিক মুদ্রা মজুদের প্রস্তুতি শুরু হয়েছে। এ কারণে ব্রিকস দেশগুলোর দীর্ঘমেয়াদি উন্নয়ন কৌশল অল্প সময়ের মধ্যেই বাস্তবায়ন শুরু হবে।

চলতি বছর রাশিয়া হলো ব্রিকস দেশের পালাক্রমিক সভাপতি রাষ্ট্র। এজন্য বড় ধরনের উন্নয়নের পরিকল্পনা হাতে নিয়েছে রাশিয়া। এ পরিকল্পনা ব্রিকসভুক্ত দেশগুলোর উন্নয়নে বড় ভূমিকা রাখবে বলে আশা করেন লাভরভ। এ পরিকল্পনা ব্রিকসের ৫টি সদস্য দেশের সমর্থন অর্জন করেছে বলেও জানান তিনি।

(প্রকাশ/তৌহিদ)

সংশ্লিষ্ট প্রতিবেদন
মন্তব্য
Play
Stop
ওয়েবরেডিও
বিশেষ আয়োজন
অনলাইন জরিপ
লিঙ্ক
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040