

0710m
|
গানটি কেমন লেগেছে আপনাদের? আশা করি ভালো। আচ্ছা, বন্ধুরা, এখন শুনবেন মার্কিন সঙ্গীতদল All-4-One-এর গান 'I Swear'।–4'19
প্রিয় শ্রোতা, এবারে আপনাদের জন্য রয়েছে 'I Know I Loved You' গানটি। এটা হচ্ছে অস্ট্রেলিয়ার বিখ্যাত সঙ্গীতদল "Savage Garden"-এর একটি গান। তাহলে এখন আমরা গানটি একসাথে শুনবো, কেমন? –3'26
প্রিয় শ্রোতা, বরাবরের মতো আজও আপনাদের জানাতে চাই যে, আপনাদের বিশ্বসঙ্গীতের সাথে পরিচয় করিয়ে দেয়ার জন্যই আমাদের এ আয়োজন, আমাদের এ প্রচেষ্টা। এ আয়োজনে সবসময় আমাদের সঙ্গে থাকবেন এটা আমাদের প্রত্যাশা।
এবার আমরা মার্কিন গায়িকা Colbie Caillat-এর একটি গান শুনবো। আর এ গানটির শিরোনাম'I Do'—2'53
বন্ধুরা, কেমন লাগল গানটি? আশা করি নিশ্চয়ই ভাল। এবারে আমরা মার্কিন সঙ্গীতদল Backstreet Boys–এর 'I Wanna Be With You' নামের গানটি শুনবো, কেমন?।–4'05
প্রিয় শ্রোতা, আপনারা নিশ্চয়ই মার্কিন বিখ্যাত সঙ্গীতদল Eagles--এর নাম শুনে থাকবেন। তাদের অনেক বিখ্যাত গান রয়েছে। এদের মধ্যে রয়েছে 'Love Will Keep Us Alive' গানটি।–4'03 তাহলে এখন আমি আপনাদের এ গানটি শোনাবো।
বন্ধুরা, এখন আপনারা শুনবেন বিখ্যাত গায়িকা Jennifer Lopez –এর 'Could This Be Love' নামের গানটি।–4'30
আচ্ছা শ্রোতাবন্ধুরা, এখন আমি আপনাদের শোনাবো মার্কিন গায়িকা Meghan Trainor-এর একটি গান। গানের নাম 'Lips Are Moving'।–3'01
আচ্ছা বন্ধুরা, গান শুনতে শুনতে অনুষ্ঠানের একেবারে শেষপ্রান্তে চলে এসেছি আমরা। এবার বিদায়ের পালা। তবে বিদায় নেবার আগে আজকের শেষ গান হিসেবে আমি আপনাদের মার্কিন গায়িকা Lana Del Rey -এর গান শোনাবো। আর এ গানটির নাম 'Young And Beautiful' । আশা করি গানটি আপনাদের খুবই ভাল লাগবে।–3'56




