Web bengali.cri.cn   
পাকিস্তানে প্রচন্ড গরমে নিহত ১২৫০
  2015-07-02 18:14:14  cri

জুলাই ২ : গত ১০ দিনে প্রচন্ড গরমের কারণে পাকিস্তানের করাচি শহরে ১ হাজার ২৫০ জন নিহত হয়েছেন। দেশটির প্রধানমন্ত্রী নেওয়াজ শরিফ দুর্যোগ অবস্থা পরিদর্শন করতে গতকাল (বুধবার) করাচিতে পৌঁছেন।

পরে নিজ উদ্যোগে করাচিতে অনুষ্ঠিত একটি উচ্চ পর্যায়ের সম্মেলনে নেওয়াজ শরিফ বলেছেন, এবারের এই দুর্যোগের মতো ভয়াবহ অবস্থা আগে কখনও হয় নি। এবারের দুর্যোগ থেকে শিখতে হবে এবং কার্যকর ব্যবস্থা গ্রহণ করতে হবে।

তিনি জোর দিয়ে বলেন, কেউ দায়িত্ব পালনে অবহেলা করলে সংশ্লিষ্ট বিভাগ তা তদন্ত করবে।

গত ১৯ জুন থেকে পাকিস্তানে উচ্চ তাপমাত্রা শুরু হয়। করাচি হাসপাতালে ৬৫ হাজারের বেশি হিট স্ট্রোকে আক্রান্ত রোগী চিকিত্সা গ্রহণ করেন। এর মধ্যে ১ হাজার ২৫০ জন মারা যান। (শিশির/মান্না)

সংশ্লিষ্ট প্রতিবেদন
মন্তব্য
Play
Stop
ওয়েবরেডিও
বিশেষ আয়োজন
অনলাইন জরিপ
লিঙ্ক
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040