Web bengali.cri.cn   
'Titanic' নামের বিখ্যাত সিনেমার সংগীতগুলো
  2015-07-02 16:23:52  cri


প্রিয় শ্রোতাবন্ধুরা, চীন আন্তর্জাতিক বেতারের বাংলা অনুষ্ঠানে আপনাদের স্বাগতম। সবাইকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের 'সুরের ধারায়' অনুষ্ঠান। পরিবেশন করছি আমি ওয়াং তান হোং রুবী।

আজকের এ অনুষ্ঠানে বর্তমান সময়ের বেশ জনপ্রিয় একটি চলচ্চিত্রের কিছু গানের সঙ্গে আপনাদের পরিচয় করিয়ে দিতে চাই। আপনারা প্রস্তুত তো? তাহলে চলুন শোনা যাক আজকের গানগুলো।

প্রিয় শ্রোতা, অনুষ্ঠানের শুরুতেই আপনারা যে গানটি শুনবেন, তার নাম 'Distant Memories'। এটি মার্কিন যুক্তরাষ্ট্রের 'Titanic' নামের বিখ্যাত সিনেমার একটি গান।

বন্ধুরা, 'টাইটানিক' এ যুগের রোমান্টিক একটি সিনেমা। এই সিনেমায় গরির পরিবারে এক ছেলের সাথে ধনী পরিবারে একটি মেয়ের প্রেমে পড়ার কাহিনী বর্ণনা করা হয়েছে।

শ্রোতা, এখন আপনারা যে গানটি শুনছেন, তার নাম বেশ সুন্দর 'A Promise Kept'।

প্রিয় শ্রোতা, ১৯১২ সালের ১০ এপিল বিশ্বশিল্পের 'অলৌকিক কাজ' হিসেবে পরিচিত বিলাসবহুল জাহাজ 'টাইটানিক' যাত্রী নিয়ে প্রথমবারের মত যাত্রা শুরু করে। যুক্তরাজ্যের লন্ডন থেকে ছেড়ে যাওয়া টাইটানিক যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে পৌঁছাবে নির্দিষ্ট সময়ে। সমাজের এলিট শ্রেণীর লোকেরাই এ জাহাজের অধিকাংশ যাত্রী। সামান্য কিছু তৃতীয় শ্রেণীর যাত্রী অবশ্য রয়েছে। তাদের অবস্থান জাহাজের একদম নিচের অংশে।

ধনী পরিবারে মেয়ে রোজ, তার মা এবং তার হবু স্বামী সে জাহাজের ফার্স্ট ক্লাসে আরহণ করে তাদের যাত্রা শুরু করেন। এ দিকে খুব গরিব পরিবারে বড় হওয়া ছেলে জ্যাক এক জুয়াখেলায় বিজয়ী হয়ে এই জাহাজে ভ্রমণের জন্য নিম্ন ক্লাসের একটি টিকিট পান। তিনিও সে জাহাজে আরহণ করেন।

প্রিয় বন্ধুরা, এখন আপনারা যে গানটি শুনছেন, তার শিরোনাম 'Never an absolution'।

ধনীর কন্যা হলেও রোজ উচ্চ শ্রেণীর জীবন-যাত্রা খুব ঘৃণা করেন। ধনীদের জৌলসমাখা লোভী জীবন তার ভাল লাগে না। একারণে তিনি তার হবু স্বামীকে বিয়ে করতে চান না। কিন্তু তাকে বিয়ে করতে তিনি বাধ্য হচ্ছেন। কোনো উপায় না পেয়ে জীবনের প্রতি বিরক্ত হয়ে রোজ সমুদ্রে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করতে চান।

সুপ্রিয় শ্রোতা, এখন আপনারা যে গানটি শুনছেন, সেটি 'Rose' শিরোনামে একটি গান।

রোজ যখন সমুদ্রে ঝাঁপ দিয়ে আত্মহত্যার চেষ্টা করছেন ঠিক সে সময় দূর থেকে জ্যাকের তা নজরে পড়ে। জ্যাক দৌড়ে গিয়ে তাকে রক্ষা করে। রোজের মনের অবস্থা বুঝে নিয়ে জ্যাক তাকে সুন্দর জীবনের স্বপ্ন দেখান। জীবন যে কত সুন্দর ও আনন্দময় তা বোঝাতে চেষ্টা করেন। সকলের আড়ালে জাহাজে দুজনে মহানন্দে ঘুরে বেড়াতে থাকেন। এ সময় দু'জনের মধ্যে জন্ম নেয় ভালোবাসা।

প্রিয় শ্রোতা, এখন আপনারা যে গানটি শুনছেন, তার শিরোনাম 'An Ocean Of Memories'।

বন্ধুরা, একদিন জ্যাক রোজকে নিয়ে নিম্ন ক্লাসের নৃত্য অনুষ্ঠানে অংশ নেন। রোজের জন্য ছবি আঁকেন। দু'জন পরস্পরের গভীর প্রেমে পড়েন। কিন্তু ধনীর ঘরে জন্ম নেওয়া রোজকে নিম্নবিত্ত শ্রেণীর লোকদের সাথে মিশতে বাধা দেন তার মা। হায়! এখন কি হবে দু'জনের প্রেম?

সুপ্রিয় বন্ধুরা, এখন আপনারা যে গানটি শুনছেন, তার শিরোনাম 'Leaving Port'।

মাত্র চারদিন পর ১৯১২ সালের ১৪ এপিল। একটি সুন্দর রাত, সে রাতের আবহাওয়া বেশ সুন্দর। টাইটানিক জাহাজ নীল সমুদ্রের বুক চিরে এগিয়ে চলেছে নিজ গন্তব্যে। হঠাত অসাবধানে টাইটানিক গিয়ে ধাক্কা খেলো বিশাল হিমবাহের সাথে। সে কি তান্ডব! বিশেষজ্ঞরা বলেছিলেন বিশেষভাবে তৈরি এ জাহাজ কখনো ডুববে না; কিন্তু সেই জাহাজই এখন আস্তে আস্তে গভীর সমুদ্রে ডুবে যেতে শুরু করলো।

শ্রোতা, এখন আপনারা যে গানটি শুনছেন, এই গানের শিরোনাম 'Hymn to the sea'। গানটি শুনুন, আপনাদের ভাল লাগবে।

রোজ ও জ্যাকের ভালোবাসাও মৃত্যুর পরীক্ষা দিচ্ছে। তারা কি করবেন? তারা কি অবশেষে বেঁচে যাবে?

শ্রোতা, এখন আপনারা যে গানটি শুনছেন, তার শিরোনাম 'Death Of Titanic'। গানটি শুনুন, ভীষণ রোমান্টিক এই গানটি অবশ্যই আপনাদের ভাল লাগবে।

প্রিয় শ্রোতাবন্ধু, আজকের 'সুরের ধারায়' অনুষ্ঠান এ পর্যন্তই। গানগুলো কেমন লাগলো আপনাদের? যদি ভালো লেগে থাকে এবং এ অনুষ্ঠান নিয়ে আপনাদের কোনো মতামত থাকে, তাহলে আমাদের চিঠি বা ইমেল পাঠাতে ভুলবেন না। আমাদের ইমেল ঠিকানা হলো ...।

বন্ধুরা, এবার তাহলে বিদায়ের পালা। আগামী বৃহস্পতিবার আবার আপনাদের সঙ্গে কথা হবে। সে পর্যন্ত আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন এবং সুন্দর থাকুন। চাই চিয়ান। (রুবী/মান্না)

সংশ্লিষ্ট প্রতিবেদন
মন্তব্য
Play
Stop
ওয়েবরেডিও
বিশেষ আয়োজন
অনলাইন জরিপ
লিঙ্ক
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040